স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন?
লিখেছেন লিখেছেন রুহু ১২ জুন, ২০১৩, ০২:০৪:১৯ দুপুর
জগতে যা কিছু আমাদের ইন্দ্রীয়গত(ও ইন্দ্রীয়াতিত) , সবি সৃষ্টি। আর যে সত্তা তা বাস্তবাইত করেছেন তিনি স্রষ্টা। খুব সহজ ।
তা হলে আমরা ২ টা পৃথক শব্দ পেলাম। ১. স্রষ্টা ২. সৃষ্টি।
যেহেতু আমরা সম্পূর্ন পৃথক ২টি শব্দ ব্যবহার করছি, আমাদের শব্দ দুটোর সংজ্ঞা বিবেচনা করতে হবে। সৃষ্টির সংজ্ঞা আমরা জানি, যেহেতু আমরা নিজেরাই সৃষ্টি। এখন স্রষ্টার সংজ্ঞা জানা দরকার।যেহেতু আমরা মুসলিম সংজ্ঞা হবে কোরান থেকে।
Sura: Al-Ikhlaas
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ [١١٢:١]
বলুন, তিনি আল্লাহ, এক,
﴿١﴾
اللَّهُ الصَّمَدُ [١١٢:٢]
আল্লাহ অমুখাপেক্ষী,
﴿٢﴾
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ [١١٢:٣]
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
﴿٣﴾
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ [١١٢:٤]
এবং তার সমতুল্য কেউ নেই।
তাই স্রষ্টা ও সৃষ্টি সম্পুর্ন ২টি পৃথক শব্দ।এভাবে স্রষ্টা কখনো সৃষ্টি নয় , সৃষ্টি কখনো স্রষ্টা নয়।এবার যদি বলা হয় "স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন?" তাহলে এই প্রশ্নে স্রষ্টাকে সৃষ্টির পর্যায় নামানো হয়। যা স্রষ্টা ও সৃষ্টির সংজ্ঞাকে অমান্য করছে। মানে "স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন?" প্রশ্নটাই ভূল।
বিষয়: বিবিধ
১৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন