তালাক ও হিল্লা
লিখেছেন লিখেছেন রুহু ২৭ মে, ২০১৩, ১১:০২:৫২ সকাল
তালাক কখনো কখনো আবশ্যিক হয়ে যায়। তালাক যাতে পুরুষরা অস্ত্র হিসাবে যখন তখন মহিলাদের উপর প্রয়োগ করতে না পারে তাই হিল্লার বিধাণ।এখন আসা যাক হিল্লা সিস্টেম টা তালাক কে কিভাবে হেফাজত করে।যখন কোন ব্যক্তি তালাক দেয়ার কথা ভাববে তখন হিল্লার চিন্তা তার মাথায় আসবে আর হিল্লা এখানে তাকে তালাক দানে রহিত করবে।তখন সে পুনরায় ভাবতে পারবে তালাক দেয়া জরুরি কিনা।এক্ষেত্রে হিল্লা তালাককে একমুখী করেছে।তালাক দেয়ার আগে সে ভাববে ফিরে আসার রাস্তা কঠিন, তাই কথায় কথায় তালাক দেয়া যাচ্ছে না।এভাবে হিল্লা তালাককে পুরুষের অস্ত্র হতে দিচ্ছে না।পাশাপাশি হিল্লা তালাককে শক্তিশালী করেছে,মানে যখন তালাক আবশ্যিক শুধুমাত্র তখনি তালাক প্রয়োগ করা হিল্লা সিস্টেম নিশ্চিত করছে।আবার তালাক-হিল্লা নাটক, মানে পরিকল্পিত তালাক আবার পরিকল্পিত হিল্লা ইসলামে অনুমদিত নয়।
বিষয়: বিবিধ
১৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন