মন ভাল নাইরে আমার মন ভাল নাই ।

লিখেছেন লিখেছেন পাগলাপানি ০৭ মে, ২০১৩, ০৭:০৪:৩০ সন্ধ্যা

প্রবাসে আছি বলেই কি মন ভাল নেই ????

কেন যে মনটা ভাল নেই তানিয়ে অনেক চিন্তা করলাম, কোন হিসাব মিলাতে পারলাম না। মাঝে মাঝে কোন কারন ছাড়াই আমাদের মন খারাপ থাকে, মন খারাপ এর আর ও অনেক কারন থাকতে পারে ।

আজ আমার মন খারাপ কেন হল ??

না আজ আমার মন সব দিনের মত প্রত্রিকা পড়ে খারাপ হয় নাই, আম্মুর বকুনি খেয়ে ও না, অতীত এর খারাপ কিছু মনে হওয়ার জন্য ও না।

কিন্তু কেন??

মন খারাপ এর জন্য কোন না কোন কারন তো থাকতেই হবে,

আসলেই কারন খুজে পাছিনা.. মনে হয় আমি ও তাদের মত (পাগল) হয়ে গেলাম। যারা না বুঝে হাসতে থাকে, না বুঝে কথা বলতে থাকে,

কিন্তু কেন আমার এমন হল ?

আমি কি মুসলিম বলেই ?

আমি কি বাংলাদেশী বলেই ?

আমি কি হলুদীকতা মানিনা বলেই ?

আমি কি আমার বাপ দাদার ধম"কে ভালবাসি বলেই ?

আমি কি ইসলাম প্রিয় মানুষ কে ভালবাসি বলেই ?

কিন্তু এমন তো কথা ছিলনা ???

এই সব কিছু তো ভালবাসার কারনে আমার আনন্দিত হওয়ার কথা ছিল। আমার তো প্রবাস জীবনে এই গুলি স্বরন করে পুলকিত হওয়ার কথা ছিল। কেন আজ এমন হল আমার জন্ম ভুমিতে, কেন আজ আমার সহকমি"রা আমাকে বলতে পারলো যে তোমরাও একটি গনহত্যা কারি জাতি ।

এই জন্যই কি প্রবাস জিবন বেছে নিলাম????

কেন ???

কার জন্য ???

কিসের জন্য ???

কেউ কি আছেন জবাব দেবার?????

বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File