এখনও রক্তক্ষরণ হচ্ছে বুকে

লিখেছেন লিখেছেন সম্রাট ১৪ জুন, ২০১৩, ০৮:৪৮:৪৩ রাত

কী লিখব? কীভাবে লিখব? হাত যে কোনমতেই চলছে না, বারবার থেমে যাচ্ছে, ঝাপসা হয়ে আসছে দু'চোখ, অশ্রু বাধ মানছে না, এখনও রক্তক্ষরণ হচ্ছে বুকে। কী দোষ করেছিল কিছু নিষ্পাপ শিশু-কিশোর, কিছু অসহায় তরুণ-যুবক, কিছু শুভ্র শ্মশ্রুমন্ডিত বৃদ্ধ? কী অপরাধ ছিল তাদের? কেন তারা রাজনীতি নামক এক দানবীয় নৃশংসতার এমন বিভৎস বলি হল, যাদের রাজনীতি নামক হিংস্র শ্বাপদকে এত কাছ থেকে কখনই প্রত্যক্ষ করার দুর্ভাগ্য হয়নি? তারা তো সহজ-সরল মনেই কুরআন আর রাসূলের (সাঃ) প্রেমের পরীক্ষা দিতে এসেছিল। তারা তো কোন রাজনীতির নোংরা খেলা খেলতে আসেনি। তবে কেন এই বর্বরোচিত আক্রমণের শিকার হয়ে তাদের এমন অসহায়ভাবে শাহাদাত বরণ করতে হল? হায়রে নোংরা রাজনীতি! আর কত আসহায় আর মজলুমের রক্তে গোসল করবি তুই? আর কত মজলুমের রক্ত পেলে তোর রক্তপিপাসা মিটবে? রাজনীতি কি এতই বড় হয়ে গেল যে, পার্থিব স্বার্থের কাছে নিজেদের বিবেককে জলাঞ্জলি দিয়ে শতশত অসহায়ের রক্তে হাত রাঙাতে আমাদের হাত একটুও কাঁপল না? আজকে না হয় ক্ষমতার দাপটে অন্ধ হয়ে এমন জঘন্য হত্যাকান্ড ঘটিয়েও আমরা নির্মল চিত্তে ভাবনাহীনভাবে সুখনিদ্রায় বিভোর হচ্ছি, কিন্তু মৃত্যু নামক সেই অলঙ্ঘনীয় সত্যের কথা কি আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি যে, যে ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে আমরা ধরাকে সরা জ্ঞান করছি সেই ক্ষমতা আমাকে চিরস্থায়ী করতে পারবে না, বরং আমাকেও একদিন এক কাপড়ে অসহায় হয়ে এই রঙ-তামাশার মঞ্চ থেকে চিরবিদায় নিতে হবে? তবে কেন এই অনাচার? কেন এই ক্ষমতার খেলা? কেন এই দম্ভ? কেন এই আত্মম্ভরিতা?

যে অসহায় আদমসন্তানের রক্তে সেদিন রাজপথ রাঙা হল, তাদের করুণ আহাজারি কি খোদার আরশ পর্যন্ত পৌঁছুবে না? সেদিন কি সর্বময় ক্ষমতার অধিকারী তার ক্ষমতার দ্বারা ন্যায়বিচার করবেন না?

তবে আসুন সেই পরম করুণাময়ের কাছে দু'হাত তুলে মিনতি জানাই-

ফরিয়াদ তব দরবারে প্রভু পরম করুণাময়

মজলুম সব অসহায়ে যেন স্বর্গ নসীব হয়।

রাসূল প্রেমের আহ্বানে যারা ত্যাগিল আপন প্রাণ

সবারে তোমার ক্ষমায় সিক্ত করিও হে মহীয়ান।

রক্তক্ষরণ থামে নাই বুকে বইছে নিয়ত প্রভু

রাসূলের তরে প্রাণ ত্যাগে যেন পিছপা না হই কভু।

অসহায় সব নায়েবে রাসূল স্বীয় খুনে এই মাটি

রঞ্জিত করি দিয়াছে পাড়ি করিতে ঈমান খাঁটি।

তব অনুগ্রহ অঝোর ধারায় বর্ষিত হোক তবে

আজি এই দেশে দ্বীনের ঝান্ডা উড়ুক সগৌরবে।

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File