ফরিয়াদ তব দরবারে প্রভু পরম করুণাময়
লিখেছেন লিখেছেন সম্রাট ০৫ জুন, ২০১৩, ০১:০৩:৪৪ দুপুর
ফরিয়াদ তব দরবারে প্রভু পরম করুণাময়
মজলুম সব অসহায়ে যেন স্বর্গ নসীব হয়
রাসূল প্রেমের আহ্বানে যারা ত্যাগিল আপন প্রাণ
সবারে তোমার ক্ষমায় সিক্ত করিও হে মহীয়ান।
রক্তক্ষরণ থামে নাই বুকে বইছে নিয়ত প্রভু
রাসূলের তরে প্রাণ ত্যাগে যেন পিছপা না হই কভু।
অসহায় সব নায়েবে রাসূল স্বীয় খুনে এই মাটি
রঞ্জিত করি দিয়াছে পাড়ি করিতে ঈমান খাঁটি
তব অনুগ্রহ অঝোর ধারায় বর্ষিত হোক তবে
আজি এই দেশে দ্বীনের ঝান্ডা উড়ুক সগৌরবে।
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন