অধিনায়কত্ব ছেড়ে দিলেন মুশফিকুর

লিখেছেন লিখেছেন আব্দুল জাব্বার ০৯ মে, ২০১৩, ১২:৫৭:২৫ দুপুর

বিশেষ সংবাদদাতা : ২ বছর আগে জিম্বাবুয়ে সফরে টেস্ট ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় কোপটা পড়েছিল অধিনায়ক সাকিব আল হাসানের উপর। নিজে অল রাউন্ড পারফর্ম করলেও দলের হারে হারিয়েছিলেন অধিনায়কত্ব। তবে বোর্ডকে সিদ্ধান্ত নিতে হয়নি, ওয়ানডে সিরিজ হারের কষ্ট সইতে না পেরে হতাশ মুশফিকুর অধিনায়ত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন গতকাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন-‘অধিনায়ক হিসেবে আর মাত্র ২টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করব। এরপর আর অধিনায়কের দায়িত্ব নয়।’ কারণও খোলাখুলি বলেছেন-‘নিজে পারফর্ম করতে পারিরি, দলকেও সেভাবে নেতৃত্ব দিতে পারিনি বলে বিশ্বাস করছি। দলও ভালো করতে পারল না তাই অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি।’

ক্যাপ্টেনসি অধ্যায়ে ওয়ানডে ক্রিকেটে হাবিবুল বাশার (৬৯ ম্যাচে ২৯ জয়) এবং সাকিবের (৪৭ ম্যাচে ২২ জয়) পর সফল মুশফিকুর (২১ ম্যাচে ৮ জয়)। এই ৮টি জয়ের মধ্যে আবার শ্রীলংকার মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে ২টি, ভারতের বিপক্ষে ১টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি! আর টেস্টে হাবিবুল, মাশরাফি, সাকিবের মতো ১টি করে ম্যাচ জয়ের গর্ব আছে তার নেতৃত্বে। কর্তৃত্ব নিয়ে ২টি টেস্ট ড্র’র (শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের) সুখস্মৃতি আছে মুশফিকুরের। এই ২টি টেস্টই বাংলাদেশ ড্র’ করেছে মুশফিকুরের পারফরম্যান্সে। গল টেস্টে তার ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশ রেকর্ড স্কোর (৬৩৮) করে ড্র’তে বাধ্য করেছে শ্রীলংকাকে। হারারে টেস্টে তার ৬০ ও ৯৩ রানের ইনিংসে ভর করেই সিরিজে সমতা এনেছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অধিনায়ক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দৃষ্টান্তও স্থাপন করেছেন মুশফিকুর সবার আগে। তার এই স্বেচ্ছা অবসরের রহস্য উন্মোচন হয়নি। তবে গতকালকের ম্যাচ শেষে সিরিজ হারের কারণ হিসেবে মুশফিকুরের সংক্ষিপ্ত ব্যাখ্যায় অভিযুক্ত বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা‘আমরা এই সিরিজ ভালো করতে পারিনি। উপরের সারির ৫ ব্যাটসম্যানের কেউ রান করতে পারেনি। জিম্বাবুয়ের কন্ডিশনে তাদেরকে হারানো সহজ নয়। তবে জিম্বাবুয়ে সত্যিই ভালো বোলিং করেছে, আর আমি তিনটি ম্যাচের সব ক’টিতেই টসে হেরেছি। তারপরও এই সিরিজ থেকে বেশকিছু ইতিবাচক দিক আছে। নাসির দারুণ খেলেছে, মাহামুদুল্লাহ ফর্ম ফিরে পেয়েছে, আর জিয়া দারুন বল করেছে।’

টি-২০তে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক এখনো তিনিই। ১২ ম্যাচে ৫ জয় তার আমলেই। ক্যাপ্টেনসি ক্যারিয়ারে টি-২০’র শেষ ২টি ম্যাচে সফল হলে সাফল্যটা আরো স্মৃতিময় হয়ে থাকবে তার।

তবে মুশফিকুরের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণায় বিস্মিত হয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ‘এই ঘোষণা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করব। সে একজন দক্ষ অধিনায়ক বলে বিশ্বাস করি। দল ফিরে আসার পর তার সঙ্গে বসব। মুখোমুখি কথা বলব। তাছাড়া ম্যানেজার্স রিপোর্টও দেখতে চাই। মনে হচ্ছে এটি তার আবেগী সিদ্ধান্ত। দলকে কতটা ভালোবাসে, তারই প্রতিফলন দেখতে পাচ্ছি।’

প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে উৎফুল্ল টেলর। বাংলাদেশের বিপক্ষে উপর্যুপরি ২টি ওয়ানডে সিরিজ জয়ে দিয়েছেন নেতৃত্ব, তাতেও গর্ববোধ হচ্ছে তার‘প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর বেশ ক’জন তাদেরকে মেলে ধরেছে। পুরো কৃতিত্ব দলের। আমরা ঠিক পথেই এগিয়েছি। ৭ বছর পর সিবান্দা সেঞ্চুরি পেয়েছে। ভিটরী এই ম্যাচে দারুণ সুইং পেয়েছে। দলে তার প্রত্যাবর্তন কাজে দিয়েছে। ’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১ রানের জন্য ফিফটি হাতছাড়া করেছেন, ২০০৭’এ ৯৩ এবং ২০১১ সালে ৯৬ রানে এসে বাংলাদেশের বিপক্ষে থেমে যাওয়ার অতীত ভুলতে পেরেছেন ম্যাচ উইনিং সেঞ্চুরিতে সিবান্দা। সিরিজ সেরার পুরস্কার পেয়ে তিনিও গর্ব অনুভব করছেনÑ‘এই সেঞ্চুরি করতে পেরে দারুণ লাগছে। যারা অমাকে এখানে সাহায্য করেছে, তাদের জন্যই এই সেঞ্চুরি পেয়েছি। উইকেট কিছুটা শক্ত ছিল, তাই স্কোর করা সহজ ছিল না। তার জন্য বাংলাদেশ বোলারদের কৃতিত্ব দিতে হবে।’ Click this link

বিষয়: বিবিধ

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File