Good Luck তথাকথিত সমাজে সত্য ও সুন্দরের কোন দাম নেই Good Luck

লিখেছেন লিখেছেন রাকিব আল আজাদ ১৮ জুলাই, ২০১৪, ০৬:৩০:৪৭ সন্ধ্যা

১। আমাদের এই সমাজ শক্তের ভক্ত নরমের যম। এখানে সত্য ও সুন্দরকে কেওই ঠিকভাবে মর্যাদা দিতে চাই না।আমার দেখা মতে আমি যেখানেই গিয়েছি সেখানেই দেখেছি এ সমাজে যারা গন্য মান্য জঘন্য ব্যক্তি তারাই সমাজের পবিত্র ও কল্যাণকর আসন দখল করে থাকে। এবং তাদের ইশারাই চলতে থাকে এ সমাজের কলকাঠি। আমি যে এলাকাই থাকি সেখানে প্রতি নিয়তই দেখি গ্রামের মসজিদ মাদ্রাসা, উন্নয়ন মূলক কাজ সব জায়গাতেই জারা বড়লোক, টাকা-পয়সা আছে, বাড়ি ঘর পাকা, যার গোষ্ঠী গত দিক দিয়ে সুনাম তারা এ সমাজের সব কাজেই নেতৃত্ব দেই। এখানে যার টাকা নেই বা গোষ্ঠী গত দিক দিয়ে সুনাম নেই তারা যেন এ সমাজের কীট তাদের কথাই যেন কোন দাম নেই, তারা সমাজের সবরকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হোক সে ভালো মানুষ বা নামাজ কালাম পড়া ভালো মানুষ। কিন্তু যদি সমাজের খারাপ কাজে সঙ্গ দেওয়া যায়, বিড়ি সিগারেট খাওয়া যায়, চুরি ডাকাতি করা যায় তাহলে যেন তার মর্যাদাই বেশি। তার কথাই বেশি দাম দেওয়া হয়। মাঝে মাঝে মনে হয় “ হে আল্লাহ তুমি তো সব দেখ তুমিই এর বিচার কর” আর পৃথিবীটা যেন ভালোমানুষের জন্য নয়, এসব সাধাশিধে মানুষ যেন পৃথিবীতে এসেছে ঐসব খারাপ মানুষের গোলামী করার জন্য। কিন্তু আসলেই কি এর মধ্যে কল্যাণ নিহিত। আমার মনে হয় না। কারন এর মধ্য থেকে কোন দিনই সমাজের প্রকৃত কল্যাণ আসতে পারে না।

২। ক্ষমতার লোভঃ এই জিনিষটা খুবই খারাপ জিনিষ। (আমিতো গ্রামে থাকি তাই গ্রামের দৃষ্টিতেই ব্যাখ্যা করছি) গ্রামে সাধারণত প্রত্যেক মানুষই এক এক গোষ্ঠীর আন্ডারে থাকে এবং এসব গোষ্ঠী গুলো আমাদের দেশের এক এক দলকে সাপোর্ট করে। সাধারণত দেখা যায় বিএনপি বা জামাতের তুলনায় লীগ একটু বেশি সহিংস কিন্তু এরকমও দেখেছি লীগের অনেক মানুষ বিএনপির একজনের তুলনায় অনেক অনেক গুন ভালো কিন্তু তারা লীগ করে চাপে পড়ে। আবার আমরা বলি বিএনপি বা জামাতের এরা ভালো কিন্তু আমি দেখেছি স্বার্থের জন্য এরাও খারাপকে সমর্থন করে। সমাজে যাদের ভালো বলে জানি তারাও সার্থের কাছে নিজেদের বিবেককে বিক্রি করতে দিধাবোধ করে না। তাহলে আমরা কাকে ভালো বলব আর কাকে সমর্থন করব?

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File