নামাযের প্রশান্তি ও কিছু কথা :|Happy:D

লিখেছেন লিখেছেন রাকিব আল আজাদ ১৬ আগস্ট, ২০১৩, ০৭:৫৩:০০ সন্ধ্যা

আলহামদুলিল্লাহ এইমাত্র মাগরিবের নামাজ পড়লাম। নামাজ হচ্ছে ইমানের সবচাইতে বড় পরিচয়। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যদি তার নামাজ ঠিক থাকে তাহলে অন্য প্রশ্ন করা হবে আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে তাকে আর অন্য প্রশ্ন করা হবে না। আজ জুম্মার নামাজের পর এক মিলাদ মাহফিলে গিয়েছিলাম সেখানে মাওলানা সাহেব যা বললেন তা শুনে অনেক ভালো লাগলো। আসলে আমাদের অবস্তা কি যখন আমরা কুরআন হাদিসের কথা শুনি তখন এর প্রতি আকর্শিত হয়। আবার যখন একটু পুরাতন হয়ে যায় তখন আবার যা তাই। আসলে আমাদের ঈমানের দুর্বলতা আছে জার কারনে শইতান সহজে আমাদের উপর আছর করতে পারে। এ নিয়ে একটা গল্প আছে আসলে গল্প তো অধিকাংশ সময় মিথ্যা হয় জানিনা এটা মিথ্যা কিনা, গল্পটা হচ্ছে.....................

আমাদের পিছনে শয়তান তিন গোছা চাবি নিয়ে ঘোরে

১। একদম চকচকা নতুন।

২। একটু একটু মরিচা পড়া;

৩। একদম মরিচা পড়া;

তো একদিন এক লোক শয়তান কে জিজ্ঞাসা করলো কি ব্যাপার শয়তান ভাই আপানার কাছে তিন রকম চাবি কেনো তখন শয়তান বলল এই তিন গোছা চাবি তিন শ্রেণীর মানুষের জন্য । তখন লোক্টি বলল কি রকম। শয়তান বলল

১। প্রথম গোছা চাবি দেখছো এটা হচ্ছে একদম ইমানদারদের জন্য এটা প্রতিদিন ব্যবহার করা হয় কিন্তু কোন কাজ হয় না তাই চকচকা।

২। দ্বিতীয় যে চাবির গোছা দেখছো এটা যাদের জন্য ব্যবহার করা হয় তাদেরকে একদিন চাবি মারলে কিছুদিন চলে আবার অন্য পথে যায়।

৩। আর তৃতীয় যে চাবি দেখছো এটা ব্যবহার করা হয় তাদের জন্য যারা আমার খাঁটি ভক্ত, এদেরকে সেই কবে চাবি মেরেছি আর মারার প্রয়োজনই হয় না তাই এটা মরিচা পড়ে গেছে।

তাই আসুন আমরা শয়তানের পথ অবলম্বন না করি এবং আল্লার খাঁটি বান্দা হই।

বি. দ্র. এই গল্পটি কেও খারাপ ভাবে নিবেন না আসলে বিষয়টা পরিস্কার করার জন্য এটা বলা।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

বিষয়: বিবিধ

১৫৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File