মার্কিনিদের উদ্দেশ্যে ফিলিস্তিনি এক যুবকের কবিতা

লিখেছেন লিখেছেন সাইফ সোহন ১১ জুলাই, ২০১৪, ০৬:২৬:২৪ সন্ধ্যা



রোজ ভোরে প্রশান্তির ভেতর ঘুম ভাঙে তোমাদের,

চোখ দুটির সামনে পেরিয়ে যাবার জন্য থাকে না কোনই ভীতি।

আমি জেগে উঠি কৃতজ্ঞতার ভেতর,

শোকরানা আদায় করি খোদা তা'আলার,

যিনি জাগবার সামর্থ্য দিচ্ছেন আমাকে।

তোমরা উদ্বিগ্ন তোমাদের শিক্ষাদীক্ষা নিয়ে

আর ওইসব পরিশোধযোগ্য বিলগুলোর জন্য।

আমি উদ্বিগ্ন আমার এই ঝুকিঁপূর্ণ জীবন নিয়ে

টিকে থাকবো কী থাকবো না- আরেকটা দিন।

তোমরা ভীত তোমাদের ক্যাডিলাকগুলো নিয়ে

প্রমোদভ্রমণের পর্যাপ্ত জ্বালানি মিলবে কিনা।

আমার ভয় ওই ট্যাংটাকে নিয়ে, যে

এক্ষুণি ফিরে গেল; আবার ঘুরে আসে কিনা।

মার্কিনীরা, তোমরা কি জানো-

যে কর তোমরা পরিশোধ করো,

তা আহার জোগায় সেই অপশক্তিকেই

যা আমাদের প্রতিদিনের বেঁচে থাকাকেই পঙ্গু করে দেয়!

এইসব বুলডোজার, ট্যাংক,

গ্যাস ও বন্দুক, ওইসব বোমা,

যা এসে পড়তে থাকে আমার দোরগোড়ায়,

এর সবই মার্কিনী অর্থায়নে।

-জিহাদ আলী (ফিলিস্তিনী তরুণ কবি)

বাঙলায়ন: #রহমান হেনরী।

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243803
১১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
243823
১১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১০
সাইফ সোহন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
243834
১১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
১৩ জুলাই ২০১৪ রাত ০৯:৩৭
189841
সাইফ সোহন লিখেছেন : কিছুই তো করতে পারছি না। ভার্চুয়াল জগতে হলেও তাদের ফিলিস্তিনিদের জন্য একটু সমবেদনা।
243845
১১ জুলাই ২০১৪ রাত ০৮:২২
হতভাগা লিখেছেন : হে আল্লাহ ! তুমি ফিলিস্তিনের মুসলমানদের সহ সারা দুনিয়ার সকল মুসলমানদের রক্ষা কর আর ইসরায়েল , আমেরিকা ও তাদের দোসরদের একেবারে নিশ্চিন্হ করে দাও, যাতে মনে হয় যে তারা আদৈ কখনো ছিল না ।

আল্লাহ ! তুমি এরকম আগেও করেছে এবং এটা করা তোমার কাছে অনেক সহজ।
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৫
189619
সাইফ সোহন লিখেছেন : আমাদের করার কিবা আছে? হয়তো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া আর ভার্চুয়াল জগতের কিছু মাধ্যমে সমবেদনা ছাড়া আর কিছুই করার নাই।
243848
১১ জুলাই ২০১৪ রাত ০৮:৪২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৬
189620
সাইফ সোহন লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য।
243890
১১ জুলাই ২০১৪ রাত ১১:১৬
সন্ধাতারা লিখেছেন : Hi Allah we are waiting to see your power. ... Thanks for nice sharing.
১৩ জুলাই ২০১৪ রাত ০৯:৫৪
189846
সাইফ সোহন লিখেছেন : Thanks for reading & praying for Gaza.
243903
১১ জুলাই ২০১৪ রাত ১১:৩২
ঈগল লিখেছেন : এখানে অনেকই আছেন যারা মার্কির্নি মডারেট মুসলিম শার্টিফিকেট পেতে দিওয়ানা!! হায়! কাপুুরুষতা, দ্বিমুখী, শয়তানী আর কাকে বলে!
১৩ জুলাই ২০১৪ রাত ০৯:৩৫
189840
সাইফ সোহন লিখেছেন : এদের মুখোশ খুলে দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File