মান্না দে র সেই জনপ্রিয় কফি হাউসের গানের সুরটা কী এখন এমনই হওয়া উচিত না!!!!!

লিখেছেন লিখেছেন সাইফ সোহন ২৫ এপ্রিল, ২০১৪, ০৫:২৩:৪৪ বিকাল

এটি একটি সংগৃহীত গান,

শাহবাগীদের সেই আড্টাটা আর নেই,

আজ আর নেই,

কোথায় হারিয়ে গেল গাজাটি বিকেল গুলো সেই,

আজ আর নেই।

ইমরান আওয়ামীলীগে,

অমি পিয়াল খোয়াড়ে,

নেই তারা আজ কোন খবরে,

গ্রান্ডের গাজাটিস্ট নাস্তিক থাবা বাবা

শুয়ে আছে যে আজ কবরে।

কার সাথে নেচে নেচে,

আঘাত পেয়ে যে শেষে,

পাগলা হয়েছে জাফ্রিকবাল।

তানভীর ভুগছে দুরন্ত ক্যানসারে,

জীবন করেনি তাকে ক্ষমা আর।

টম জেরী চেহারা, কাধেতে ঝোলানো ব্যাগ,

মুছে যাবে শান্ত'র নামটা,

সব গুলো ছবি তার হল যে আলুতে ছাপা,

পেল শুধু উপহাস ধিক্কার।

মেডিকেল কলেজের ছেলে,

ইমরান সরকার,

ছাত্রলীগ যে করত,

চোখ ভরা লালসা, শয়তানী চিন্তা নিয়ে লাকির

দিকে চেয়ে থাকত।

লাকি আজ সব চেয়ে সুখে আছে,

শত শত ভক্ত প্রেমিক তার,

মিডিয়া কাভারেজে আগা গোড়া মোড়া সে,

জমির চাচার কাছে নেই কোন দাম তার।

শাহবাগের রাস্তায়,

নেশাখোর মেয়েরা,

অশ্লীল অভিনয় করত,

চ্যানেলের রিপোর্টার মুন্নী সাহা রোজ রোজ,

মনগড়া খবর যে পড়ত।

সেই শাহবাগ নেই আজ,

মন্চটা তবুও আছে,

শাপলাও আজ খালি নেই,

একই সে ঢাকাতে আজ,

এসেছে হেফাজত,

শুধু সেই সে দিনের বিরিয়ানী নেই।

কত জাগরনের ঢেউ উঠে,

এই চেনা ঢাকাতে,

কত জাগরন ব্যর্থ হয়ে যায়,

কত মুরগী চোর এল গেল,

কত দালাল আসবে,

শুধু ইসলাম থেকে যায়।

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213158
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up জটিল জটিল
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪২
161469
সাইফ সোহন লিখেছেন : ধন্যবাদ
213161
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফাটাফাটি জব্বর এক্কান পোষ্ট।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৭
161473
সাইফ সোহন লিখেছেন : জি ভাই; চট্টগ্রামের জব্বরের বলিখেলার মতোই জব্বর।
213162
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
চিরবিদ্রোহী লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৮
161475
সাইফ সোহন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
213166
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
হতভাগা লিখেছেন : ''মান্না দে র সেই জনপ্রিয় কফি হাউসের গানের সুরটা কি কখন এমনই হওয়া উচিত না!!!!!''

০ সুরটা না হয়ে বলা ভাল গানের কথাটা । সুরটা ঠিক থাকলেই ভাল হবে ।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৫১
161476
সাইফ সোহন লিখেছেন : Broken Heart Rolling on the Floor <:-P Waiting Waiting Waiting
213175
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
সালাম আজাদী লিখেছেন : কেউ কি নেই শুর দেয়ার। ফেইস বুকে এই রকম একটা পারডী গান তো শুনে ছিলাম
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৫
161477
সাইফ সোহন লিখেছেন : চেষ্টা করে দেখুন সুরটা হয় কিনWaiting Waiting Waiting
213178
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
শিক্ষানবিস লিখেছেন : সুন্দর। ফেসবুকে শেয়ার করলাম।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১২:২৪
161478
সাইফ সোহন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File