মান্না দে র সেই জনপ্রিয় কফি হাউসের গানের সুরটা কী এখন এমনই হওয়া উচিত না!!!!!
লিখেছেন লিখেছেন সাইফ সোহন ২৫ এপ্রিল, ২০১৪, ০৫:২৩:৪৪ বিকাল
এটি একটি সংগৃহীত গান,
শাহবাগীদের সেই আড্টাটা আর নেই,
আজ আর নেই,
কোথায় হারিয়ে গেল গাজাটি বিকেল গুলো সেই,
আজ আর নেই।
ইমরান আওয়ামীলীগে,
অমি পিয়াল খোয়াড়ে,
নেই তারা আজ কোন খবরে,
গ্রান্ডের গাজাটিস্ট নাস্তিক থাবা বাবা
শুয়ে আছে যে আজ কবরে।
কার সাথে নেচে নেচে,
আঘাত পেয়ে যে শেষে,
পাগলা হয়েছে জাফ্রিকবাল।
তানভীর ভুগছে দুরন্ত ক্যানসারে,
জীবন করেনি তাকে ক্ষমা আর।
টম জেরী চেহারা, কাধেতে ঝোলানো ব্যাগ,
মুছে যাবে শান্ত'র নামটা,
সব গুলো ছবি তার হল যে আলুতে ছাপা,
পেল শুধু উপহাস ধিক্কার।
মেডিকেল কলেজের ছেলে,
ইমরান সরকার,
ছাত্রলীগ যে করত,
চোখ ভরা লালসা, শয়তানী চিন্তা নিয়ে লাকির
দিকে চেয়ে থাকত।
লাকি আজ সব চেয়ে সুখে আছে,
শত শত ভক্ত প্রেমিক তার,
মিডিয়া কাভারেজে আগা গোড়া মোড়া সে,
জমির চাচার কাছে নেই কোন দাম তার।
শাহবাগের রাস্তায়,
নেশাখোর মেয়েরা,
অশ্লীল অভিনয় করত,
চ্যানেলের রিপোর্টার মুন্নী সাহা রোজ রোজ,
মনগড়া খবর যে পড়ত।
সেই শাহবাগ নেই আজ,
মন্চটা তবুও আছে,
শাপলাও আজ খালি নেই,
একই সে ঢাকাতে আজ,
এসেছে হেফাজত,
শুধু সেই সে দিনের বিরিয়ানী নেই।
কত জাগরনের ঢেউ উঠে,
এই চেনা ঢাকাতে,
কত জাগরন ব্যর্থ হয়ে যায়,
কত মুরগী চোর এল গেল,
কত দালাল আসবে,
শুধু ইসলাম থেকে যায়।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ সুরটা না হয়ে বলা ভাল গানের কথাটা । সুরটা ঠিক থাকলেই ভাল হবে ।
মন্তব্য করতে লগইন করুন