কে আমি??

লিখেছেন লিখেছেন আমার মনের কথা ০৮ মে, ২০১৩, ০১:১৫:১১ রাত

পরিচয় দেবার মত নিজস্ব যা কিছু ছিল সব হারিয়া ফেলেছি ।। আমার নাম, পিতার নাম, মায়ের নাম এটাই কি আমার পুরনাঙ্গ পরিচয়।। এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় পরিচয় ছিল আমি মুসলমান।।

কিন্তু যখন সারা দেশে আমার ধর্মপ্রাণ মুসলিম ভাইদের কে হত্যা করা হচ্ছে, যখন এই দেশের হাজার হাজার পরিবারে কান্নার রোল পড়েছে ঠিক তখন আমি চোখের পানি ফেলা ছাড়া কিছুই করতে পারছিনা।।

তাহলে কি আমি মুসলিম এখনও আছি??

যখন আমার পিতা বিনাদোষে মাসের পর মাস জেল খাটছে আর আমি কিছুই করতে পারছিনা।।

আমি কি ঐ বাবার যোগ্য সন্তান বলে দাবি করতে পারি??

যখন আমার মা সন্তান হারানোর বেদনায় বাকশক্তি হারিয়ে শুধু চোখের জল ফেলছে আর আমি কিছুই করতে পারছিনা।।

যখন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অন্য কোন অমুসলিম দেশের নির্দেশে পরিচালিত হচ্ছে য়ার আমি কিছুই করতে পারছিনা।।

তাহলে কি আমি নিজেকে বাংলাদেশী বলে দাবি করতে পারি??

যখন আমার সামনে আমার কলেজ এর কোন নামাজী বন্ধুকে পিটিয়ে বের করে দেয়া হচ্ছে আর আমি প্রতিবাদ করতে পারছিনা।।

তাহলে কি আমি প্রকৃত ছাত্র আছি??

আমার মত এদেশে অনেক ছাত্র আছে যারা গভীর রাতে চোখের পানি ফেলে আর নিজে নিজে আপন মনে এই প্রশ্ন গুলোর উত্তর খোঁজে...।।

বিষয়: Contest_mother

১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File