ফেসবুক ও বর্তমান তরুণ সমাজ : কোন পথে যাচ্ছে ?

লিখেছেন লিখেছেন শারমিন ১১ মে, ২০১৩, ০৯:১১:৩৮ রাত

সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক এর তুলনা নেই। বিভিন্ন ছবি , ভিডিও, পত্রিকার আর্টিকেল, ব্লগ আর্টিকেল শেয়ার করা যাচ্ছে ফেসবুক এর কল্যাণে। অনেক পুরনো বন্ধুর সাথে যেমন যোগাযোগ করা যাচ্ছে তেমনি মনের একান্ত অনুভুতিগুলো বন্ধুদের জানানো যাচ্ছে খুব সহজে। ফেসবুক এর অপরিমিত ব্যবহার যে তরুনদের অহেতুক সময় নষ্ট ও পড়াশোনার ক্ষতির কারণ হতে পারে এটাই ছিল কিছুদিন আগের আলোচ্চ্য বিষয়। বর্তমানে এর অপকারিতার এক নতুন ধারা যুক্ত হয়েছে এর সাথে। মতামত আদান প্রদান করতে গিয়ে কিছু সাধারণ বিষয়ই ভুলে যাচ্ছি আমরা। ভিন্নমতকে সম্মান দেখানোর বদলে কেউ ভিন্নমতের কিছু লিখলেই অকথ্য ভাষায় গালি দেয়া হচ্ছে । একটি দলের বিপক্ষে কিছু লিখলেই নিম্নস্তরের প্রাণীর সাথে তুলনা করা হচ্ছে। কেউ কেউ আবার নিরপেক্ষতা প্রমানের জন্য সবগুলো দলকেই অকথ্য ভাষায় গালাগাল করছেন। নিজের মত প্রতিষ্ঠার জন্য কেউ আবার সিনিয়র লোকজনকে গালি দিয়ে দিচ্ছেন অনায়াসে । এমনকি ঘটনার সাদৃশ্যতা দেখাতে এমন সব বিষয় বর্ণনা করছেন যা পড়ামাত্রই ঘৃণার উদ্রেক হয়। যারা কম শিক্ষিত তাদের কথা না হয় বাদই দিলাম । যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা একবার ভাবুন আপনি যে লেখাটি লিখছেন, তা কি রুচি সম্মত।

আগের দিনে লোকজন চিঠির মধ্যে সুন্দর ভাষার ব্যবহার করতেন। নিজেদের মধ্যে ঝগড়া থাকলেও চিঠির ভাষা হত পরিমার্জিত। বর্তমানে দেখা যাই এর বিপরীত চিত্র। গালি দিয়ে কিছু লেখাটাই যেন ফ্যাশন হয়ে দাড়িয়েছে। ব্লগ এ বিভিন্ন লেখক থাকেন যারা নিজেদের লেখা লাইমলাইট এ আনার জন্য বিভিন্ন গালি সম্বলিত আর্টিকেল প্রকাশ করে থাকেন । নিজেদের প্রচার বাড়ানোর এটি একটি অপকৌশল মাত্র। আবার যারা ব্লগ এ লিখেন তাদের মধ্যে সবাই যে এসব ব্যাপারে সচেতন তা কিন্তু নয়। গালি দিয়ে আর্টিকেল লেখা ও মন্তব্য করাটা যদি বর্তমান ফ্যাশন হয়ে থাকে তবে বলব, ফ্যাশন আমরাই তৈরী করি। পরবর্তী প্রজম্মের জন্য আমরাই সংস্কৃতির ধারক ও বাহক। বর্তমান অবস্থা যদি এই হয়, গালি দিয়ে কথা বলা তো পরবর্তী প্রজম্মের জন্য সাধারণ বিষয় হয়ে দাড়াবে। রাজনৈতিক আলোচনায় ভিন্নমত থাকতেই পারে। মানুষের মধ্যে বিভিন্ন মতামত থাকবেই । এটাই স্বাভাবিক। অন্যের মতামত কে সম্মান দিতে শিখুন । সুস্থ সংস্কৃতি চর্চার চেষ্টা করুন । নিজের মতামত সুন্দর ভাষায় তুলে ধরুন। অপসংস্কৃতি নয়, বরং সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিন।

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File