চেনা স্বপ্নগুলো ওড়ে... বাতাসে

লিখেছেন লিখেছেন হায়দার সুমন ১৮ আগস্ট, ২০১৩, ১১:০৮:১৭ রাত

চেনা স্বপ্নগুলো বাতাসে ওড়ে,

ফুর ফুর করে নাগালের ওপারে।

লাফ দেই শূন্যে, হাত বাড়াই-

স্বপ্ন চলে যায় দূরে বহুদুরে।

কাছে যাই, স্বপ্নকে ধরার নেশায়

সাদা মেঘ হয়ে নীলাকাশে।

বজ্র হয়ে সে ধমক দেয় আমায়,

ধ্বংস করার অভিলাষে।

মুখ করে আঁধার

বৃষ্টি হয়ে নীচে নেমে আসি

বিষন্ন মনে- আবার।

চেনা স্বপ্নগুলো শিশির হয়ে

আবার কাছে আসে,

ঘাস হয়ে ওৎ পেতে থাকি

সে তখন সূর্য হয়ে হাসে।

রোদ হয়ে যেতে চাই

ছড়িয়ে আলোর উষ্ণ মায়া

আমারই মাঝে হারিয়ে যায়

সে হয় আমারই ছায়া।

চেনা স্বপ্নগুলো ধরতে চাই

আপন হাতে নিজের করে,

আঁধার রাতে জোনাকি হয়ে

চাঁদের আলোয় দহন করে।

চেনা স্বপ্নগুলো ওড়ে, বাতাসে ওড়ে

ফুর ফুর করে নাগালের ওপারে।

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File