অন্যায়

লিখেছেন লিখেছেন মেফতাউল ইসলাম ১৭ মে, ২০১৩, ০৮:০৪:২৮ সকাল



তুমি বড় নিষ্ঠুর ন্যায়ের বিরুদ্ধে ধরেছ হাল,

তোমার পাল্লা আজ বড় ভারী, যেন তোমারি কাল

তোমর তরীতে ভিড়ছে সবাই,

ন্যায়ের পক্ষে আজ হাত উচাঁনোও দায়

তোমার মোহে আজ অন্ধ সমাজ,

তাই ন্যায়ের বাতি নিভু নিভু করছে আজ

দিনের আলোতে হচ্ছে নারীর সম্ভ্রম হরণ,

পিতার সামনেই হচ্ছে মেয়ের সম্মান ভূলুণ্ঠণ

চোখের সামনে পিতারে প্রহার করছে সন্তান,

মনে হয় যেন আকাশ থেকে নেমে এসেছে শয়তান

রাজনীতিবিদ, দুর্নীতিকারী অন্যায়ের বড় অংশীদ্বার মনে করি,

ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসি একই বৈশিষ্ট্যধারী

তাই সমাজ আজ নিঃশ্বেষিত অন্যায়ের পদধুলিতে,

ন্যায়ের বীজ রোপিতে হবে এ সমাজকে বাঁচাতে

হে মানুষ! তোমরা আজ ফিরে এস ন্যায়ের পক্ষে,

অন্যায়কে কবর দাও, গ্রহণ কর ন্যায়ের দীক্ষে

প্রতিরোধ কর চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়,

গড়ে উঠুক নবসমাজ ন্যায়ের আলোকিত বন্যায়

বিষয়: সাহিত্য

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File