বই পরিচিতিঃ উত্তর আধুনিক মুসলিম মন

লিখেছেন লিখেছেন রামির ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৮:২১:৫৯ সকাল

লেখকঃ ফাহমিদ-উর-রহমান

প্রকাশকঃ আব্দুল মান্নান তালিব

পরিচালকঃ বাংলা সাহিত্য পরিষদ।

প্রথম প্রকাশঃ এপ্রিল, ২০১০।

পৃষ্ঠা সংখ্যা-৩৬০

মূল্যঃ ৩০০ টাকা (মলাটে লিখিত। তবে কেনা যাবে ২৪০ টাকায়)





বুদ্ধিবৃত্তি ও চিন্তার জগতের মানুষেরা যারা সমকালের রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকেন তারাই সমাজ পরিবর্তনের মত ঐতিহাসিক ও বিপ্লবী প্রক্রিয়াকে এগিয়ে নেন। সক্রেটিস তার যুগে এথেন্সবাসীর প্রতিষ্ঠিত চিন্তা-ভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। কনফুসিয়াস যুদ্ধরত চৈনিক বিভিন্ন সম্প্রদায়ের কাছে নতুন এক দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসের কথা বলেছিলেন। মার্টিন লুথার তার বিপ্লবী চিন্তাভাবনা দিয়ে পুরো পশ্চিমের খ্রিষ্টীয় সমাজ কে পাল্টে দেন এবং লেলিন তার বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক কর্মষণা দিয়ে বিশ শতকের গতি অনেকটা পালটে ফেলেন।

উনিশ ও বিশ শতকে মুসলিম সমাজের ভেতরেও এ রকম কিছু বুদ্ধিজীবী ও চিন্তাশীল ব্যক্তি আবির্ভূত হন যারা গতানুগতিক ব্যবস্থাকে রূপান্তর করতে উদ্যোগী হন। সমকালীন মানসিকতা ও নানা রকম প্রতিষ্ঠান কে সমালোচনা করেন। বিকল্প চিন্তার স্ফুরনের পাশাপাশি বিকল্প পথ ও পদ্ধতির নির্দেশ করেন। আজকের মুসলিম দুনিয়ায় ইসলামি রেঁনেসা বা পুনর্জাগরণবাদের যে ঢেঊ প্রবাহিত হচ্ছে তার পেছনে এ সকল মুসলিম বুদ্ধিজীবী, তাত্ত্বিক ও সমাজ বিপ্লবীদের অবদানই সর্বাধিক।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এ সকল বুদ্ধিজীবী, তাত্ত্বিক ও সমাজ বিপ্লবীদের বাঙ্গালী পাঠকদের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের নিকট থেকে বাঙালী মুসলমান সমাজ যেন সঠিক পথ নির্দেশনা ও উদ্দীপনা গ্রহণ করতে পারে এ জন্য বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ফাহমিদ-উর-রহমান তাঁর কলম হাতে এগিয়ে এসেছেন। একশ’ জন মনীষীর জীবনালেখ্য ছাপার অক্ষরে লিখার দায়িত্ব তিনি নিজ কাঁধে স্বেচ্ছায় সাবলীলভাবে তুলে নিয়েছেন। প্রতি খন্ডে ২৫ জন মনীষীর জীবনালেখ্য তুলে ধরার পরিকল্পনা করে চার খন্ডের প্রথম খন্ড তিনি প্রকাশের ব্যবস্থা করেছেন । সে বইটি নিয়েই আজকে আমাদের বই পরিচিতি পর্ব।

যে পচিশ জনের অজানা তথ্য তিনি এ খন্ডে তুলে ধরেছেন তাঁরা হলেনঃ

১. জামাল উদ্দীন আফগানী (জন্ম ১৮৩৯)

২. মাওলানা মোহাম্মদ আকরম খাঁ (জন্ম ১৮৬৮)

৩. মাওলানা ইউসুফ আলী (জন্ম ১৮৭২)

৪. মোহাম্মদ মারমাডিঊক পিকথল (জন্ম ১৮৭৫)

৫. মোহাম্মদ ইকবাল (জন্ম ১৮৭৭)

৬. মোহাম্মদ আসাদ (জন্ম ১৯০০)

৭. রুহুল্লাহ খোমেনী (জন্ম ১৯০২)

৮. সাইয়েদ আবুল আলা মওদূদী (জন্ম ১৯০৩)

৯. আবুল হাসিম (জন্ম ১৯০৫)

১০. মালেক বেন্নাবী (জন্ম ১৯০৫)

১১. হাসান আল বান্না (জন্ম ১৯০৬)

১২. সাইয়েদ কুতুব (জন্ম ১৯০৬)

১৩. মোহাম্মদ হামিদুল্লাহ (জন্ম ১৯০৮)

১৪. মার্টিন লিংস (জন্ম ১৯০৯)

১৫. ইসমাইল রাজী আল ফারূকী (জন্ম ১৯২১)

১৬. সৈয়দ আলী আশরাফ (জন্ম ১৯২৪)

১৭. আলীয়া আলী ইজেতবেগভিচ (জন্ম ১৯২৫)

১৮. হাসান জামান (জন্ম ১৯২৮)

১৯.মুরাদ উইলফ্রেড হফম্যান (জন্ম ১৯৩১)

২০. খুরশীদ আহমেদ (জন্ম ১৯৩২)

২১. হাসান আল তুরাবী (জন্ম ১৯৩২)

২২.আলী শরিয়তী (জন্ম ১৯৩৩)

২৩.মরিয়ম জামিলা (জন্ম ১৯৩৪)

২৪.রশিদ আল ঘানূশী (জন্ম ১৯৪১)

২৫. আকবর এস আহমদ (জন্ম ১৯৪৩)

যে সকল মনোষীদের জীবনালেখ্য এখানে তুলে ধরা হয়েছে তারা সবাই গত শতাব্দীর বিশ্বব্যাপী ইসলামি আন্দোলনের সিপাহশালার, কান্ডারী, তাত্ত্বিক চিন্তাবিদ ও সমাজ সংগঠক। এখানে শুধু তাদের জীবনপঞ্জিই তুলে আনা হয়নি বরং তাদের কৃত কর্ম, লিখিত বই এবং সমাজ-সংগঠনের এক স্বচ্ছ, সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণ চিত্রও তুলে আনা হয়েছে।কাজেই বইটি শুধু তাত্ত্বিক, চিন্তাবিদ ও সংগঠকদের জীবনালেখ্যই হয়ে থাকেনি বরং তা হয়ে উঠেছে বিশ্বব্যাপী ইসলামি পুনর্জাগরণবাদী আন্দোলন, সাংস্কৃতিক-সামাজিক আন্দোলন, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের এক চমৎকার ইতিবৃত্ত।

যেহেতু আলোচিত এ বিদগ্ধ এ পন্ডিতরা দুনিয়ার বিভিন্ন স্থানে জন্ম গ্রহণ করেছেন এবং আপন আপন জায়গা ও কর্মক্ষেত্র থেকে ইসলাম অর্পিত দায়িত্ব পালন করেছেন, কাজেই বইটি একটি আন্তর্জাতিক চরিত্র অর্জন করেছে। মুসলিম ধর্মানুসারী নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ নির্বিশেষে সবার উপযোগী বইটি। বিয়ে কিংবা জন্মদিন উপলক্ষ্যে যে কোন বয়সের পাঠক কে উপহার দেয়ার মত একটি বই। বিশেষ করে আমাদের পরিবারের তরূণ ও যুবক যারা বইয়ের পোকা তাদের সকল কে বইটি সর্বাগ্রে পড়তে দেয়া উচিত। হয়তো এ বই পড়েই তাদের মধ্য হতে বেরিয়ে আসবে ভবিষ্যতের কোন বিপ্লবী, কোন সংস্কারক, তাত্ত্বিক ও বুদ্ধিজীবী।

তাই আসুন বইটি নিজেরা পড়ি, পরিবারের অন্যদের কে পড়তে দেয়। যদি পরিবারে কেউ পড়ার মত না থাকে তবে বইটির ১টি কপি হলেও কিনে স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় লেভেলের অন্য যে কোন ভাই-বোন কে পড়তে দিয়ে উৎসাহিত করি ইসলামের পথে, ইসলামি আন্দোলনের পথে, মানব সেবা ও সমাজ সেবার পথে। কারণ অনেক সময় ছাত্রদের জন্য ২৪০ টাকা দিয়ে বই কিনে পড়াটা সহজসাধ্য হয়না কিন্তু কর্মজীবীদের জন্য এটি তুলনামূলকভাবে সহজ। আর কিশোর-তরূণরা এই বই পড়ে স্বাপ্নিক ব ভিশনারী হলেই কিন্ত লাভ বেশি। আর যারা সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা পাঠাগার আন্দোলনের সাথে জড়িত তারা চেষ্টা করি স্ব স্ব সীমার ভেতর বিদ্যমান কাঠামোর সিলেবাস কিংবা লাইব্রেরীতে বইটির জন্য স্থান সংকুলান করতে।

বইয়ের লেখক ফাহমিদ-উর-রহমান কে নতুন করে পাঠক সমাজে চিনিয়ে দেয়ার কিছু নেই। তিনি নিজ গুণে ও মানেই সুপরিচিত। পেশাগত জীবনের পাশাপাশি তিনি দু’ হাতে লিখে চলেছেন অবিরত। তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন সাংস্কৃতিক আত্ম-পরিচয় ও বৈশ্বিকভাবে বাঙ্গালী মুসলমানের স্থান নির্ণয়ের কাজে। এ তাঁর নিতান্তই স্বজাতিপ্রেম, স্বদেশপ্রেম, মানবপ্রেম, ধর্মপ্রেম এবং দায়িত্বশীলতারই বহিঃপ্রকাশ। তাঁর লিখিত অনেক বইয়ের মধ্যে অসাধারণ কয়েকটি বই হচ্ছে (১) উত্তর আধুনিকতা, (২) সাম্রাজ্যবাদ এবং (৩) ইকবাল মননে অন্বেষণে।

এছাড়া তাঁর সম্পাদিত জীবনীমূলক একটি প্রখ্যাত প্রকাশনা হচ্ছে- জামাল উদ্দীন আফগানী।

সমাপ্ত

Click this link

বিষয়: বিবিধ

১৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File