ধর্মের নামে অর্ধম

লিখেছেন লিখেছেন আস্তীক ১২ জুন, ২০১৩, ১২:১৫:২৫ দুপুর

সত্যিই যারা ধর্ম নিরপেক্ষতাকে ধর্ম- মনে করছেন তাদের উদ্দ্শ্যে দুটি কথা, যদি যার যার ধর্ম েইচ্ছা মত পালন করার দ্বারাই ধর্ম পালন হতো তাহলে যে সমস্ত নবী রাসুল ধর্মের জন্য সর্বচ্ছ ত্যাগ স্বীকার করলেন তারা তী ভূল করেছেন? আসলে যারা ধর্ম নিরপেক্ষতাকে মানেন তারা সু কৌশলে ধর্মথেকে বাঁচার আপচেষ্ঠা করছেন মাত্র।সত্যিই যদি ধর্ম নিরপেক্ষতা মানে যা মন চায় তািই করব হয় তা হলে যারা ধর্মের জন্য জীবন দিচ্চেন বা আনেক ত্যাগ স্বীকার করছেন তারা তা না করে সহজ সহজ বিষয় গুলো মনমত পালন করেই বলতে পারতো যে আমরাই একমাত্র ইসলামের পক্ষের দল ।অন্যেরা ধর্মে দালাল বা ধর্ম ব্যবসায়ী ।াকন্তু তারা সেকথা বলেনাই বরং ধর্ম পংক্ষানুপংক্ষ পালন করার চেস্ঠা করেছেন ।আর তাদের কেই বলা হচ্ছে ধর্মে দালাল ।এ কথা যে বিশ্বাস(করে) বলে তারাই ধর্মের নামে সবচাইতে বড় অধর্ম করছেন।

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File