তৌহিদি জনতার ঢল...... দিতে হল রক্ত...
লিখেছেন লিখেছেন মোঃ নাহিদ হাসান ০৫ মে, ২০১৩, ১১:০০:৫৯ রাত
সকাল থেকেই চোখটা টিভির দিকেই ছিল। দেখলাম কিভাবে লাখো মানুষের ঢল মতিঝিলে গিয়ে মিশলো, দেখলাম সেই লাখো মানুষের একটা অংশের উপর কিভাবে পুলিশ-আওয়ামিলীগের লোকেরা বর্বর হামলা চালালো, দেখলাম কিভাবে ঝরে গেল ৫ টি তাজা প্রাণ।
চোখে পানি চলে আসলো, আড়াল করতে পারলাম না, চেষ্টাও করলাম না, মায়ের কাছে ধরা পড়ে গেলাম। মা বলল, কাঁদিস না রে বাছা, আল্লাহর উপর ভরষা রাখ, আল্লাহর বান্দাদেরকে তিনি নিজের হাতে রক্ষা করবেন।
চোখের পানি মুছে ফেললাম। মনকে শান্তনা দিলাম, ভাবলাম যে আমি কেন কাঁদছি? আমার ধর্ম ইসলাম, ইসলামকে আমি আমার বুকে ধারন করি। গুটি কয়েক লোকের রক্ত দেখে কান্নাকাটি করা আমার শোভা পায়না।
আল্লাহর কাছে বিচার দিলাম, তুমি তো সবই দেখছো, তুমি এর বিচার কর। আল্লাহ তুমি তোমার দিনকে নিজেই সমুন্নত রাখবা, সেটা আমি জানি। যারা তোমার রাসুলের প্রতি বিস্বাস রেখে বুকের রক্ত ঢেলে দিল, তুমি তাদেরকে জান্নাত নসিব কর।
আমিন।
বিষয়: Contest_mother
১৩২০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন