ঢাকা অবরোধ of হেফাজতে ইসলাম
লিখেছেন লিখেছেন মোঃ নাহিদ হাসান ০৫ মে, ২০১৩, ০৩:০৬:৪৯ রাত
আজকে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচী। আমার মনে হয় তাদেরকে তাদের কর্মসূচী বাধাহীন ভাবে পালন করতে দেওয়া উচিত, কারন হেফাজতে ইসলাম এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটায়নি।
তবে সরকার কেন তাদের কর্মসূচীকে এত ভয় পাচ্ছে? হেফাজতে ইসলাম তো আর সরকার পতনের আন্দলন করছেনা, কাজেই সরকারের কোন ভয় পাওয়ার বিষয় নেই বলেই আমার মনে হয়। এটা আমাদের সকলেরই জানা যে, আজকে আরো একটা অঘোষিত হরতাল হতে চলেছে। আমরা এটাও জানি যে, যত বাধাই আসুক না কেন হেফাজতের কর্মিরা ঢাকায় এসে পৌছাবে এবং তাদের কর্মসূচী সফল করার জন্য সর্বাত্নক চেষ্টা করে যাবে। আমাদের উচিত তাদের এই পরিশ্রমী স্বভাবটাকে সম্মান দেওয়া। তাদেরকে অব-মূল্যায়ন করার কোন সুযোগ আমাদের কাছে নেই।
হে ধর্মপ্রান মুসলমানগণ, আমরা তোমাদের কাছে একটা জিনিষ চাই। সেটা হল, তোমাদের কর্মসূচী যেন সারাজীবন অরাজনৈতিক থাকে। ধর্মকে পুজীঁ করে তোমরা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করোনা। তোমাদের কাছে আমাদের অনেক আশা, অনেক চাওয়া। তোমরাই পারবে আমাদের ধর্মকে রক্ষা করতে। আমাদেরকে তোমরা নিরাশ করোনা।
বিষয়: Contest_mother
১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন