কাচি হাতে শিক্ষিকার শ্রেণিকক্ষে প্রবেশ!
লিখেছেন লিখেছেন মহিবুল ইসলাম ফারুক ২৫ মে, ২০১৩, ০৮:২৮:৪৭ রাত
েরাজধানীর নামকরা স্কুল উদয়ন স্কুল। স্কুলের পোষাক বিধি যেহেতো আছে তা লংঘন করলে ব্যবস্থা নেবার বিধিও নিশ্চই আছে। তাহলে আধুনিক এই স্কুলে আধুনিকতার নামে এই বর্বরতা ও বাড়াবাড়ি কেন?
শুনেছি এই শিক্ষিকা উপাধ্যক্ষ মাহবুবা খানম একজন মন্ত্রির স্ত্রী। এজন্যই কি ধরাকে সরা জ্ঞান করলেন?
ছেলে সহপাঠিদের সামনে এভাবে এতগুলু মেয়ের লম্বা হাতা জামার হাত কেটে শর্ট(আধুনিক!) করে দিলেন।
ওরাতো বোর্কা,নেকাব পড়েনি, লম্বা হাতের জামা পড়েছেন। স্মার্ট ছেলেরাতো অহরহই লম্বা হাতের শার্ট পরে। আধুনিকতার এ কোন সংজ্ঞা আমরা গলাধঃকরন করছি যেখানে ছেলেরা হাত ঢেকে রাখলে আনস্মার্ট হয়্না কিন্তু মেয়েরা হাত ঢেকে রাখলে অনাধুনিক-রক্ষনশীল হয়ে যায়।ইহা স্রেফ বাড়াবাড়ি। এসব যুক্তিহীন বাড়াবাড়ি কোন সমাধান তো নয় ই বরং সমস্যাকে জটিল করে এবং চরম পন্থাকেই উস্কে দেয়।
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন