পাশ্চাত্যের মা দিবসে এক ক্ষুদ্র বাংগালীর ভাবনাঃ ------------

লিখেছেন লিখেছেন মহিবুল ইসলাম ফারুক ১৩ মে, ২০১৩, ০৪:৩০:০৭ বিকাল



পারিবারিক বন্ধনহীন পশ্চিমা যান্ত্রিক সমাজে বয়্সের একটা সীমা পেরোলেই অধিকাংশ ছেলে মেয়েরা মা-বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করেন।তারা কালে ভদ্রে মা বাবার খবর নেন।ফলে মা-বাবারা শেষ বয়সে মৃত্য অবধি একাকীই বসবাস করে থাকেন। কারু ওল্ডহুমেও ঠাই হয়। স্বজনহীন একা গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগের ঘটনাও সেখানে বিরল নয়। তাই মা-বাবার খোজ খবর অন্তত: বছরে একবার যাতে নিতে ভুল না হয় সেজন্য তারা মা দিবস, বাবা দিবস ইত্যাদি সংস্কৃতির প্রচলন করেছে। সেদিনটিতে তারা মা-বাবাকে পরিকল্পনামাপিক সময় দিয়েথাকেন। কিন্তু আমরা! আমরা বাংগালীরাতো এখনো পারিবারিক বন্ধনেই বসবাস করি। মা-বাবাকেতো প্রতিদিন প্রতিক্ষন ই আমরা আগলে রাখি।মা-বাবা হীন একটি দিবসের কথা ভাবতেও আমাদের কষ্ট হয়। প্রতিদিন ই আমাদের জন্য মা দিবস বাবা দিবস।আমাদের মা বাবাদের মৃত্যু ওল্ড হুমে হতে পারে আমাদের সমাজে কারু কল্পনায়ো এমন্টি এখন পর্যন্ত স্থান করে নিতে পারেনি।কাজেই মা দিবস নিয়ে আমাদের মাতামাতি অর্থহীন নয় কি?

আসলে বিদেশী সংস্কৃতির নেশায় বুদ হয়ে থাকার কারনে 'কোনটি আমাদের জন্য প্রজোয্য আর কোনটি নয়্ִ তা ভাবার ক্ষমতাই যেন আমরা হারিয়ে ফেলেছি।

এই অধঃগতির শেষ কোথায়!

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File