মে দিবসঃ ভিন্ন আংগিকে দেখা।

লিখেছেন লিখেছেন মহিবুল ইসলাম ফারুক ০৫ মে, ২০১৩, ০৬:১২:০৭ সন্ধ্যা



বাংলাদেশের অভিজ্ঞতায় আমরা দীর্ঘদিন থেকেই দেখে আসছি যে অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা সাধারণ শ্রমিকণের স্বার্থের নাম ভাংগিয়ে নিজেদের আখের ঘুচানোয় ব্যাস্ত হয়ে পড়ে; বাড়ি গাড়ির মালিক বনে যায়, সম্পদের, বিত্তের পাহাড় গড়ে তুলে, অনিয়মের অপর নাম হয়ে দাড়ায়। অপর দিকে সাধারণ শ্রমিকদের ভাগ্যে প্রকৃত অর্থে তেমন কোন পরিবর্তন ই আসেনা। মে দিবসে এই প্রহসনের সংস্কৃতির বিরোদ্ধে আওয়াজ দিতে হবে সাধারণ শ্রমিকদেরকেই। এই ধারা ভাংতে নাপারলে সাধারন শ্রমিকদের ভাগ্যে কোনই পরিবর্তন আসবেনা।

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File