"বীরপুরুষ"

লিখেছেন লিখেছেন চিরল পাতা ০৮ মে, ২০১৩, ১০:০৫:৩১ রাত



ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম আমাদের বাংলা বইতে, নাম ছিল "বীরপুরুষ" । কবিতায় একটি ছোট্ট ছেলে কল্পনায় তার মাকে নিয়ে দুর দেশে যাচ্ছিল, হঠাৎ কিছু ডাকাত তাঁদের আক্রমন করে " জোড়াদিঘির " মাঠে । ছেলেটা বীর এর মতো ডাকাতদের মোকাবেলা করে তার মা কে রক্ষা করে নিয়ে আসে। আজ এত বৎসর পর কবিতাটি পড়াতে বসে মনে হল এমন কেন হয়না এই দেশে ? এমন বীর পুরুষ কেন জন্ম নেয় না ? কবিতার কিছু পছন্দের লাইন তুলে দিলাম,

ছুটিয়ে ঘোড়া গেলাম তাঁদের মাঝে,

ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে,

কি ভয়ানক লড়াই যে মা হল

শুনে তোমার গায়ে দেবে কাটা।

কতো লোক যে পালিয়ে গেল ভয়ে,

কতো লোক এর মাথা পড়ল কাটা।

এত লোক এর সাথেয় লড়াই করে,

ভাবছ খোকা গেলই বুঝি মরে।

আমি তখন রক্ত মেখে ঘেমে

বলছি এসে, " লড়াই গেছে থেমে ",

তুমি শুনে পালকি থেকে নেমে

চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে

বলছ, " ভাগ্যে খোকা সঙ্গে ছিল

কি দুর্দশাই হত তা না হলে ! "

আমার বাংলা মায়ের কি এমন একটা সন্তানও নেই ? যে দেশের এই ভয়াল সময়ে আমার বাংলা মাকে রক্ষা করবে ? একটাও বীরপুরুষের জন্ম কি হয়নি এই বাংলার মাটিতে, যে ঢাল তলোয়ার এর ঝনঝনানি তুলতে সক্ষম ? কেও নেই কি এমন যে শত্রুদের মাথা কেটে রক্ত মেখে ঘেমে এসে এই বাংলা মাকে বলবে "লড়াই গেছে থেমে মা।" বাংলার সব মা কি সেই বীরপুরুষ এর মাথা চুম্বন করে বলত না, "ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হত তা না হলে ! "

এমন বীরপুরুষ সত্যিই কি একটিও নেই এই বাংলার

বুকে ?


বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File