"সাভার"
লিখেছেন লিখেছেন চিরল পাতা ০৫ মে, ২০১৩, ১০:১৩:১০ রাত
সাভার ধ্বংসস্তূপ----------২৬০ টা লাশ আর ১৫০০ আহত উদ্ধার । আরও ১৫০০ জন চাপা পরে আছে ধ্বংসস্তূপ এর নিচে জীবিত অথবা মৃত ।
সরকারী দল--------- হরতাল সমর্থকরা ভবন এর দেয়াল ধরে নাড়াচাড়া করেছিল, ভবন ধ্বসে যাবার পেছনে সেটা একটা কারন হতে পারে । আমরা এটা খতিয়ে দেখছি । যুবলীগ নেতা সোহেল রানা আমাদের দল এর কেউ না ।
বিরোধী দলীয় নেত্রী------- সাভারে বিধ্বস্ত ভবনের ও আহতদের পাশে দাড়িয়ে রাজনৈতিক ভাষণে বলেন,
"এই গণহত্যা পরিকল্পিত এবং এর জন্য দায়ী সরকার।"
সংসদে প্রধান মন্ত্রী--------- "এত দ্রুত উদ্ধার আজ অবধি অন্য কথাও হয় নি । দেশ এর বিশিষ্ট সাংবাদিক মহাশয়------দেয়াল এর নিচে চাপা পরে থাকা মহিলা কে প্রশ্ন " আপনার অনুভুতি বলেন" ।
বাশেরকেল্লা-------------"প্রধান মন্ত্রী গতকাল সংসদে শোক দিবস ঘোষণা করেও কালো ব্যাজ পরেন নাই ।"
হাসপাতাল--------------লাশ ঘর আর বাথরুম গুলোতে ও চিকিৎসা দেয়া হচ্ছে বাধ্য হয়ে । ঔষধ নাই। আহতদের চিৎকার ও নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী।
ব্লাড ব্যাংক----------- রক্ত দেবার জন্য দীর্ঘ লাইন। কিন্তু সরঞ্জাম এর সঙ্কটে ফিরে গেল বহু মানুষ ।
অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় ------ পুরো মাঠ লাশ আর লাশ । স্বজনদের চিৎকার আর লাশ এর দুর্গন্ধ ।
সাধারণ মানুষ-------------উদ্ধার কাজে তারাই ভরসা । জীবন এর মায়া না করে কেউ কেউ ভেতরে প্রবেশ করে আহত ও নিহতদের বাইরে নিয়ে আসছে । আর যাঁদের উপর ভরসা করার কথা তারা প্রান ভয়ে ধ্বংসস্তূপ এর বাইরে দাঁড়িয়ে ।
অর্থ সঙ্কট-------------- এই দেশ এর সরকার এর কাছে যুদ্ধ বিমান কিনবার মত কোটি টাকা থাকে,কিন্তু দেশ এর এই সঙ্কটে তাঁদের অর্থাভাব চরমে ।
বঙ্গভবন------------ শপথ পাঠ এবং তার পর দাওয়াত । আনন্দঘন পরিবেশ ।
দেশ এর নতুন রাজা-------- কবরে ফুল দেবার তাড়াহুড়া । সাভারে যাবার টাইম নাই ।
মৃত্যুকুপ--------------রানা প্লাজার মত আরও অনেক অনেক ভবন দাড়িয়ে আছে এই শহর এর আশপাশে।হাজারো মানুষ এর কর্মক্ষেত্র সেখানেও । এবার কোন টা পড়বে ? এবার লাশ এর সংখ্যা কতোতে ঠেকবে ।
ফেসবুক------------- অর্থ একত্রিকরন চলছে প্রবল ভাবে সাহায্যের জন্য । কতো জন ভাউতাবাজ আর কতো জন সত্যি ?
দেশ এর আইন শৃঙ্খলা বাহিনী------৩৬ ঘণ্টা ধরে খুঁজে ফিরছেন, কিন্তু দোষী বাক্তি হাওয়াই মিশে আছেন ?
না কি দেশ এই নাই ? অথবা তাঁদের চোখে কি কারো বেঁধে দেয়া কালো রুমাল ?
রাজপথ-----------------দেশ এর পোশাক শ্রমিকদের বিক্ষোভ এ উত্তাল । গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ,গার্মেন্টস বন্ধের ঘোষণা । যারা এগুলো করছে তারা সত্যি শ্রমিক তো ?
গোরস্থান -------------- এই তো সেদিন চোখ এর পানি ফেলতে ফেলতে একশর উপর কবর খুঁড়ল আর আফসোস করে বলল একজন " স্বাধীনতার পর এই প্রথম এত কবর খুঁড়লামরে ভাই" । এবার খুঁড়বে তারা শয়ে শয়ে কবর, এবার কি বলবে তারা ? এটা শেষ এমনতো না ।
হেফাজতে ইসলাম---------সাভারে ভবন ধ্বসে নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত
আরোগ্যর জন্য বাদ জুম্মা বিশেষ দোয়া মহাফিলের আহবান এবং তউবা ।
শ্রমিকদের পরিবার --------- নিখোঁজদের সন্ধানে স্বজনদের কান্না, ছোটাছুটি, বিধ্বস্ত, অনিশ্চিত আগামীকাল। স্বজনের লাশ এর পাশে পরিবার এর আহাজারি।
দুই জন গর্ভবতী মা ----------৮ তালা দালান এর ধ্বংসস্তূপ এর নিচে দুটো নতুন শিশুর জন্ম । যা হবার কথা ছিল আনন্দের, আজ তা আতংকের ঘটনা ।
বন্ধুর খোঁজে এক বন্ধু--------বন্ধু কে খুঁজতে ছুটে এসে এক বন্ধু বাঁচালেন ৩০ জন এর প্রান । পাশে দাঁড়িয়ে দেখলেন মানুষ এর মৃত্যু । তার সামনে দেয়াল এ পিষ্ট হল ছোট্ট এক বাচ্চা । অক্ষম সেই বন্ধু চেষ্টা করেও বাঁচাতে পারলনা তাঁদের সবাই কে । যাকে খুঁজতে এসেছিলেন তাকে কি পেলেন ?
আটকে পড়া শ্রমিক--------- দুই দিন ধরে ধ্বংসস্তূপ এর নিচে চাপা পরে থেকেও কেউ কেউ এখনো জীবিত, চিৎকার করছে বাঁচবার আকুতি নিয়ে ।
উৎসুক জনতা ----------- কাজে বাঁধা দিচ্ছে । ধিরগতির অভিযোগ তুলে ইট পাটকেল ছুঁড়ছে । কিন্তু কাজে হাত বাটাতে অনিচ্ছুক ।
লাশ এর শেষ বক্তব্য ----- লাশটির হাতের মধ্যে সাদা কাগজে দুটি লাইন লেখা- ❝আম্মা আব্বা আমারে মাফ কইরা দিউ তোমাগোরে আর ঔষুধ কিনে দিতেপারবো না । ভাই তুই আম্মা আব্বার দিকে খেয়াল রাখিছ❞।
প্রবাসী ভাই ও বোনেরা------- রাগ ও ক্ষোভে ফুঁসছে ।
আর আমি-----------------------------অনুভূতিহীন
(২৬ এপ্রিল ২০১৩)
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন