রাজনীতির দুর্বৃত্তদের পাহারাদার হাসিনা খালেদার ষড়যন্ত্র তত্ত্ব
লিখেছেন লিখেছেন রিয়াজ কাহান ০৪ মে, ২০১৩, ০৫:৪২:২৮ বিকাল
আর কোন কারণ নেই। ভবন ধস হোক, আগুনে ঝলসে যাক। হাহাকার পড়ে যায় রাজনীতির মহলে। কেউ টু শব্দটি করে না এর দায়, এই লুটপাটতন্ত্র নিয়ে। কোন ভাবেই রাজনীতির বিষয় নয়। কিন্তু খুব উত্কট গন্ধ ছড়িয়ে দুর্বৃত্তদের একই কথা রানারা আওয়ামীলীগ করে অথবা বিএনপি পিলার ধরে নাচাচাড়া করায় এ ঘটনা। তাজরিন ঘটনার পর বলা হয়েছিল গার্মেন্টস মালিককে গ্রেফতার করে লাভ নেই। এই বক্তব্যও দিয়েছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী কি জানেনা যে ভবন ধরে নাড়া দিলে ধসে পড়ে না। তিনি খুব ভালোভাবেই জানেন। তবে তিনি একথা কেন বললেন? বললেন বিষয়টিকে বিতর্কিত করে দাও। রানাকে গ্রেফতার করার জন্য এত নাটকের তো প্রয়োজন ছিল না। কারণ রানা ওই ভবনের মধ্যেই আটকা পড়েছিল। তাকে সেনা বাহিনীর উদ্ধার কর্মীরা বের করেছে। পরে তাকে চিকিত্সার জন্য হাসপাতালে পৌছে দিয়েছে পুলিশ। পরে কত নাটক করে গ্রেফতার করল। গ্রেফতার করে তার নামে বড় ধরণের শাস্তি হতে পারে এমন কোন মামলা হয়নি। মানে খুব দ্রুতই তিনি ছাড়া পেয়ে যাবেন। আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণও করে নিতে পারি। সে সম্ভাবনা অবশ্যই আছে।
এই পুরো ঘটনাগুলোকে নিয়ে বিএনটি দলীয় ভাবে যেসব বক্তব্য দিয়েছে তারা মর্মার্থ কি? খালেদা জিয়া একবারও কি বলেছেন গার্মেন্টস মালিকদের এজন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। গার্মেন্টস মালিকেরা দায়ি। বারবার বলছেন রানা যুবলীগ। সরকার বিদেশী সহয়তা নেয়নি। বিদেশী সহায়তা নিলে তিনি খুব খুসি হতেন? হাসিনা বারবার প্রমান করার চেষ্টায় মরিয়া রানা যুবলীগের কেউ নয়। কেন? যুবলীগের হলে কি কোন সমস্যা হত। হত না। মুল কথা হচ্ছে বিষয়টি নিয়ে রাজনীতি কর। লুটপাটের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না। যত বেশী ইডিয়ট বক্তব্য দাও। ক্ষুদ্র বাঙালী তা নিয়ে আলোচনায় মত্ত থাকবে। আমাদের কিছুই হবে না। বাস্তবেও তাই। আবার একই সঙ্গে বক্তব্য আসছে দুই পক্ষ তিন পক্ষ থেকে। আমাদের বিকাশমান খাত গার্মেন্টস শিল্প ধ্বংশের ষড়যন্ত্র করা হচ্ছে। কারা ষড়যন্ত্র করছে? মনে হচ্ছে শ্রমিকেরা ষড়যন্ত্র করছে। তারা ক্ষমতা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের শ্রমিক শোষণের যে সুবিধা। তাতে আগামী ৪০ বছরেও এই শিল্পে বিদেশীরা আসবে। কারণ এত কম দামে কোন দেশ পণ্য দিতে পারবে না। হয়তি কোন কোন প্রতিষ্ঠান ক্রয় করবে না। তাতে খুব বেশী প্রভাব পড়বে না। গত ১০ বছর বিশেষ করে ৫ বছরেরও যদি পরিসংখ্যান দেখি তাতে দেখব প্রতিবছর এই খাতে বিনিয়োগ বেড়েছে। অথচ বিএনপি আমলে এমনকি ২০০৯ সালে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের সময় উচ্চকিত ভাবে বলা হয়েছিল ষড়যন্ত্র? তাই হলে গত দুই বছরেও গার্মেন্টস কারখানা বৃদ্ধির হার অনেক বেশী। এত ষড়যন্ত্রের পরও কমল না কেন? লুটেরাদের লুটপাট অব্যাহত রাখতে শ্রমিকদের বিরুদ্ধে এইসব ইডিয়ট মার্কা প্রচারণা করছে খালেদা হাসিনা সিন্ডিকেট।
বিষয়: রাজনীতি
১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন