কাচা মরিচ সমাচার

লিখেছেন লিখেছেন এস এম ইমদাদুল ইসলাম ১৬ জুলাই, ২০১৩, ০৬:৪৬:১০ সন্ধ্যা

ভাই, ৫০ গ্রাম কাচা মরিচ দেন ।

-- ৫০ গ্রাম বিক্রি অইব না ।

তার মানে ? ৫০ গ্রাম মরিচের দাম ১০ টাকা । ১০ টাকা কি টাকা মনে হয় না ?

পাশে দাড়ানো একজন মুরুব্বি রেগে গিয়ে দোকানদারকে চড় মারতে উদ্ধত হলেন । আমি উনাকে বাধা দিয়ে বললাম, না থাক, ওর আন দোষ কি, বলেন ? সবাইতো লুটপাট করে খাচ্ছে, ওই বা পিছে থাকবে কেন ?

কেন ৫০ গ্রাম বেচবে না ? এই বেটা তোর কাছে ৫০ গ্রাম বাটখারা নাই ?

--আছে । রাগেন ক্যান । ৫০ গ্রাম বেচলে আমার ঘাটতি পোষাইব না। আপনেরা তো আপনেগো বুঝ বোঝেন । আমরা কি করুম ? আড়তদারগে লগে কাইজা করতে পারেন না ?

দোকানদার ৫০ গ্রাম মরিচ মেপে আমাকে দিলেন ।

গত সপ্তায় ৫০ গ্রাম কিনছিলাম । আর এই কিনলাম । কি করব কন । আপনারা না বেচলে আমরা বাচি কেমনে ?

-কন কি ? ৫০ গ্রাম দিয়া ১ সপ্তা ?

একবার রান্নার মরিচ উঠিয়ে রেখে তা দিয়ে আবার রান্না করা হয়েছে । এ ছাড়া হিসেব মিলাই কিভাবে বলুন ?

--বাইরে, আপনার মত কাষ্টমার বাইড়া গেলে আমাগো উপায় কি অইব ?

মোটা মত এক লোক এল মরিচ কিনতে :

এই ২ কেজি দেও ।

রাগে শরীরটা জ্বলে গেল । বললাম, ভাই, খুচরা বেচবেন নাকি ?

নারে ভাই, খাওয়ার জন্য । শুনলাম, দাম নাকি আরো বাড়বে ।

দোকানদার বলল, হ, ভাই, দাম আরো বাড়ব ।

বললাম, ভাই তাহলে এক কাজ করেন, আপনি এই পুরো বস্তা ধরেই কিনে নিন ।

দাত খিচিয়ে বলল, ধুরু মিয়া, কাম নাই ? নিজের কাম করেন, যান । অন্যের কামে নাক গলান ক্যান ?

এই দেশেন ক্রেতারা এত বোকা বলেই আমাদের দেশের দ্রব্য মূল্য এরকম লাফিয়ে লাফিয়ে বাড়ে । কে শোনে কার কথা ? মনে হয়, সব বেটাই চোর । কার পকেট কেটে এনেছে, হুস নাই । এজন্য টাকার দিকে তাকায় না। চোরা টাকাতো , তাই খালি পেটের দিকেই তাকায় । ছাই পাশ ভেবে ভেবে ঘুম আসছে না।

-- বস্তা বস্তা মরিচ পচছে ।

কি ভাই , মরিচ কত করে ?

--ভাই অহন হস্তা লাগাইছি । একদাম ১০০ টাকা কেজি । ভাই লন না । এর চেয়ে কমে পাইবেন না।

না ভাই । লাগবে না।

--ভাই কয়দিন ধইরা কি যে অইল , কেউ আর মরিচ কিনতাছে না। ব্যাপার কি ? মাইনসে কি মরিচ খাওন ছাইড়া দিল নি ?

ছাড়তে পারলে তো বাইচাই যাইতো মানুষ, তাই না ?

--আরে বাই, পাইকাড়রা আমাগো শ্যাষ কইরা হালাইছে । এত টেহা দিয়া কিইন্যা অহন সব পচতাছে । কাষ্টমার নাই ক্যা ।

দেখে খুব শান্তি লাগল । যেখানেই যাই , দেখি মানুষ বদলে গেছে । যে দ্রব্যের দাম বাড়ছে সেটার ধারে কোন ক্রেতাই আর যাচ্ছে না। ব্যপার কি ? আমরা কি তবে ভাল হয়ে গেলাম ।

হা : হা: হা: ভাল হয়ে গেছি , ভাল হয়ে গেছি , ----

এই রাহাত, রাহাত , কি রে চিল্লাচ্ছিস কেন ? স্বপ্ন দেখছিস নাকি ? ওঠ, সাহরীর সময় হয়ে গেছে ।

মায়ের ডাক শুনে ঘুম ভেঙগে গেল ।

পরদিন বাজারে দেখি , ছোট্ট তিতপুটির কেজি ৭০০ টাকা ।

একটা ইলিশ ড়ে কেজি সাইজের । দাম চাইছে ৬০০০ টাকা । একলোক পাশে দাড়িয়ে দাত কেলিয়ে বলছে, ভাই ৪০০০ টাকা কইছি, দেয় না।

আমি অবাক হয়ে ভাবছি । আমরা কবে ভাল হব ?

বিষয়: বিবিধ

২৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File