সাভারে এখনো যারা চাপা পড়ে আছেন, তাদের জন্য কি কারো মনে কোন ব্যাথা অনুভব হয় না ?

লিখেছেন লিখেছেন এস এম ইমদাদুল ইসলাম ০৪ মে, ২০১৩, ০৯:৫৯:০১ সকাল

রাজনীতি আমার বিষয় নয় । তাই এ নিয়ে আমার এতটুকু মাথা ব্যাথা নেই। কিন্তু বিগত ১০ দিন এখানে যা দেখলাম, আর এখনো রাজনীতি যা আমাদেরকে দেখাচ্ছে এবং সেখাচ্ছে, তাতে এতটুকু বোধ হয়েছে এবং লজ্জায় মাথা হেট হয় এই ভেবে যে, আমরা আজ মানুষ হয়ে জন্ম নিয়ে 'মানুষ' রূপে আছি কি না ? এখনো অনেক আদম সন্তান আমার মত হাত পা ওয়ালা মানুষ ভবনের নীচে চাপা পড়ে আছে। অথচ দিন গড়াচ্ছে, আর আমরা যেন সেই ব্যাথা ভুলতে বসেছি। নানা রকম টক শো, পত্রপত্রিকায় একে অন্যকে দোষারোপ, ঢাকা অবরোধ কর্মসূচী বাস্তবায়নের জন্য আহ্বান ইত্যাদি ইত্যাদি । হে, মানুষ , অনুরোধ করছি সবাইকে । যে যা করবেন, করেন । আগে এসব মৃত, গলিত আদম সন্তানদের উদ্ধার করে দাফন-কাফনের পরে করুন । তাতে রাজনীতির এতটুকু ক্ষতি হবে না।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File