মালালার প্রতি তালেবান কমান্ডার আদনান রশিদের কয়েকটি কঠিন প্রশ্ন যার জবাব আজ পর্যন্ত মালালা দিতে পারেনি …
লিখেছেন লিখেছেন জাতির চাচা ১৩ অক্টোবর, ২০১৪, ০৯:৫৫:০২ সকাল
———————————————
১৫ জুলাই মালালার
প্রতি প্রেরিত চিঠিতে আদনান রশিদ লিখেন।
" সর্বপ্রথম স্পষ্ট করে বলতে চাই যে, তালিবান কখনই এইজন্য আপনার উপর আক্রমন করে নাই যে আপনি স্কুলে যান অথবা আপনি লেখাপড়া করতে করেন, সাথে সাথে এটাও বলতে চাই যে তালিবান বা মুজাহিদিনরা কখনই নারীশিক্ষার বিরোধী নয়।
তালিবানরা বিশ্বাস করে যে আপনি ইচ্ছাকৃতভাবে তালিবানদের বিরুদ্ধে লিখেন এবং তাদের সোয়াত অঞ্চলে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বন্ধ করার জন্য প্রচার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং আপনার লিখাগুলো ছিল যথেষ্ট জ্বালাময়ী । সোয়াত এলাকায় তালিবানের অভ্যুত্থানের পরও হাজার
হাজার মেয়েরা স্কুল/ কলেজে যাচ্ছে, আপনি কি বলতে পারবেন শুধু আপনাকেই কেন তারা টার্গেট করলো?
…এটা অতি চমৎকার যে আপনি শিক্ষার জন্য চিৎকার করছেন। আপনি এবং জাতিসংঘ এমনভাবে প্রচার করছেন যে শুধু শিক্ষার জন্যই আপনার উপর
গুলি চালানো হয়েছে, কিন্তু আমি বলছি- শিক্ষার জন্যে নয় বরং আপনার প্রোপাগান্ডাই ছিল এর কারন।
অথচ এখন আপনি কি করছেন?
…আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে,
Sir T.B Macaulay ২রা ফেব্রুয়ারি ১৮৩৫ সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত উপমহাদেশের শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করার উপায় বলতে গিয়ে বলেছিলেন-
“We must at present do our
best to form a class who may be interpreters between
us and the millions whom we govern, --a class of
persons Indian in blood and color, but English in
tastes, and opinions, in morals and in intellect” …
আপনি বলেছেন "মালালা দিবস" আপনার দিন না, এটা যারা তাদের অধিকার এর কথা বলবে তাদের, আমি প্রশ্ন করি কেন এইরকম একটা দিন "Rachel Corrie" এর নামে নির্ধারিত হয়নি?
কারণ বুলডোজরটা ছিল ইসরাইলদের ।
কেন এইরকম একটা দিন "আফিয়া সিদ্দিকি" এর নামে নির্ধারিত হয়নি?
কারন এর যে ক্রেতা ছিল আমেরিকা?
কেন এইরকম একটা দিন "Faizan and
Faheem" এর নামে নির্ধারিত হয়নি?
কারণ হত্যাকারী ছিল Raymond Davis।
কেন এইরকম একটা দিন সেই ১৬ আফগান
মহিলা ও শিশুর নামে নির্ধারিত হয়নি যাদেরকে গুলি করে হ আমেরিকান রবার্ট বেলাস?
আমি এখন আপনাকে একটা প্রশ্ন করব, দয়া করে সততার সাথে উত্তর দিবেন - আপনি যদি আমেরিকান ড্রোন হামলার শিকার হতেন তাহলে কি দুনিয়া আপনার শরীরের অবস্থার খবর জানতে পারত?
আপনাকে কি "জাতির কন্যা" হিসাবে ডাকা হতো।
মিডিয়া কি আপনাকে নিয়ে রকম ব্যস্ত হতো?
জেনারেল কিয়ানি কি আপনাকে দেখতে জাতিসংঘ কি আপনাকে ডাকতো? …
সবশেষে, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি বাড়ি ফিরে আসুন, ইসলাম এবং পশতুন সংস্কৃতির সাথে অভ্যস্ত হোন । আপনার নিজ শহরেই একটা ইসলামিক মহিলা মাদ্রাসাতে ভর্তি হ কোরআন পড়ুন। আপনার কলমকে ব্যবহার করুন ইসলাম এবং মুসলিম উম্মাহর জন্য।
আর উম্মোচন করে দিন তাদের মুখোশ যারা মানবতার নামে তাদের শয়তানি উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। সকল প্রশংসার মালিক একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ।
***কে এই আদনান রশিদ ?
তিনি পাকিস্তানের বিমানবাহিনীর সাবেক
কর্মকর্তা , তালেবানদের হয়ে তিনি পাকিস্তানি বাহীনির মধ্যে গোয়েন্দাগিরি করতে । পরে পাকিস্তানি বাহিনী জোর করে ফাসির দণ্ডাদেশ দিয়ে তাকে বানু কারাগারে আটক করে রাখে । এই
অবস্থা তাকেসহ আরো অনেক সাথীদেরকে ২০১২ সালে তালেবান একটি দুঃসাহসিক অভিযানে মুক্ত করে আনে।
বিষয়: বিবিধ
২০৫৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-বুঝলাম না।
মালালাকে নোবেল প্রদান পশ্চিমাদের জুলুম-নির্যাতনে নিষ্পেষিত মানুষ- বিশেষতঃ মুসলিমদের জন্য এক নির্মম ঐতিহাসিক কৌতুক!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন