ইন্ডিয়ান চ্যানেলঃ ধংসের পথে নৈতিকতা

লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৭ জুন, ২০১৪, ০৪:১৫:৩০ বিকাল



বিয়াইত্তা মেয়েদের প্রিয় টিভি চ্যানেল স্টার জলসা ,প্লাস ,জি বাংলা ।

আবিয়াইত্তা মেয়েদের 9XM,সঙ্গীত বাংলা ।

মেয়েদের অধঃপতন ,উগ্রতা ,পারিবারিক অশান্তি ,সামাজিক অশান্তি ,কূট বুদ্ধির বিস্তার ,অশ্লীলতা বিস্তার এর জন্য মূল দায়ী এই চ্যানেল গুলো ।

কিভাবে উদার থেকে সংকীর্ন হওয়া যায় ,কিভাবে অপরের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ করা যায় ,কিভাবে হাজবেন্ডের পকেট খালি করে নিজের শখ পূরন করা যায় ,কিভাবে ডাইনী হওয়া যায় সবই শিক্ষা দিচ্ছে এই চ্যানেল গুলি ।

যদি সমাজকে বাঁচাতে চান ,যদি পরিবারকে বাঁচাতে চান তবে হয় চ্যানেলগুলো বন্ধ করতে হবে অথবা টিভি ভাংগতে হবে ।

আচ্ছা এই যুগে টিভি কাজে লাগে ? টিভিতে খবর দেখে কর্তা । কর্তী স্টার জলসা ।মেয়ে নাইন এক্স এম । পিচ্চি CN । কর্তা যতোটুকু খবর দেখে

সেটা না দেখারই সমান ।

একটা টিভি কিনতে আট দশহাজার টাকা লেগে যায় । এই টাকার সাথে আর কিছু টাকা দিয়ে একটা নরমাল পিসি কিনুন । হার্ডডিস্কে ইসলামিক ভিডিও ওডিও বই দিয়ে ভরান । অবসরে মুসলিমদের ভিডিও অডিও ও বই পড়তে উত্‍সাহ দিন ।

এতে সমাজ পরিবার দেশ বাঁচবে ।বাঁচবে আগামীর প্রজন্ম । শান্তি বিরাজ করবে সবখানে ।

জাতির চাচা

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231849
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
ছিঁচকে চোর লিখেছেন : বাংলাদেশী চ্যানেলে ভালো কিছু না হলে তো ইন্ডিয়ান চ্যানেলে ঝুকবেই।
231850
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৫
শেখের পোলা লিখেছেন : জাতির চাচা জিন্দাবাদ৷
231862
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৫৮
হতভাগা লিখেছেন : পারিবারিক যুদ্ধ থেকে যদি বেচে থাকতে চান তাহলে এদের সাথে কম্প্রোমাইজ করুন।
231882
০৭ জুন ২০১৪ বিকাল ০৫:৫৮
শিশির ভেজা ভোর লিখেছেন : ভারতকে বাঁচাতে বেশী বেশী হিন্দী চ্যানেল দেখুন।
231890
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
পারভেজ লিখেছেন : এই চ্যানেলগুলো দাপটে ভিষণ কষ্টে আছি। সেই ২০১০ সালে ফুটবল খেলা দেখবো বলে প্রথম টিভি কার্ড কিনে মনিটরে সেট করি। এটা ছিল আমার (বাপ-দাদা)পরিবারের প্রথম টিভি। যা আমি উদ্ভদন করি। তখন অবশ্য গিন্নি বাধা দিয়েছিল। তারপর থেকে আর রিমোট হাতে পাচ্ছি না। লাইনম্যান কে বললাম আমার ডিস লাই কেটে দাও। সে আমাকে সাপ জানিয়ে দিল বিল কি আপনি দেন?
231911
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
মোহাম্মদ রিগান লিখেছেন : মাঝেমাঝে কিছু পোস্ট পড়ে বোবা হয়ে যায় । এটাও মনে হয় তেমন
231942
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
সন্ধাতারা লিখেছেন : It is a conspiracy to destroy our culture, religion and peace of both world.
232037
০৭ জুন ২০১৪ রাত ০৯:৪৩
পুস্পিতা লিখেছেন : এদেশ হবে ভারতের করিডোর। শেখ হাসিনা তার সব বন্দোবস্ত করে রেখেছেন। করিডোর চালাতে তো তার তেমন নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষের প্রয়োজন হয় না! তাই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে এদেশকে শিক্ষাহীন করার সকল কিছু রেডি সাথে নৈতিকতা ধ্বংস করারও সব ব্যবস্থা সম্পন্ন।
232043
০৭ জুন ২০১৪ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বইলা আর কি হইব!!!!
১০
232104
০৭ জুন ২০১৪ রাত ১১:১৭
চিরবিদ্রোহী লিখেছেন : Happy) Happy) Happy) Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor





মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File