হাসিনার সাথে ফোনে কিছুক্ষন . . . .
লিখেছেন লিখেছেন জাতির চাচা ১৫ নভেম্বর, ২০১৩, ০৮:১৫:৫৯ সকাল
হাসিনার সাথে ফোনে কিছুক্ষন . . . .
আমাগো ভাইস্তী হাসু বলতেছে হেই একুশ সাল পযর্ন্ত ক্ষেমতায় থাকবো । এইডা হুনে এই চাচার মনখানি চিন চিন করে উঠলো । তয় হাসিনার প্রচারের জন্য নির্দিষ্ট নাম্বার 015123456789 তে কল করলাম । আমি ছাড়া কেউ ট্রাই করে লাভ নেই ।
হাসিনা : হ্যাল্লো চাচাজান ! কেমন আছ ? নিয়োগ পাওয়ার পর থেইকা তোমার লগে মেলাকাত নাই !
জাতির চাচা : হে হে হে । এই মোটামুটি বাইস্তী । আছি এক রকম ।
হাসিনা : দিনকাল কেমন যাইতেছে ?
জাতির চাচা : কেমন আর যাইবো ! তোরা যে শুরু করেছিস হেডাতে কেমতে ভালা থাকি ?
হাসিনাঃ আর কইয়েন না চাচা ! আমি হেগের কইতেছি আমি ২০২১ পযন্ত থাহুম । তারপরেও এই খালেদা , খালি হরতাল দিয়া মানুষ মারতেছে । আর এই জামায়াত শিবির ! এরা তো অঘোষিত জম আমাদের জন্য ।এদের একবারে নিশ্চিহ্ন করতে হবে ।
জাতির চাচা : তুই কি আজরাঈলের লাইগা চুক্তি করছস যে একুশ সাল পযন্ত বাইচ্যা থাকবি ?
হাসিনা : হে হে একি কন চাচা ? আজরাঈল কেঠা ? দেহের সব শক্তি শেষ হইয়া গেলেই মরুম এইহানে ধর্ম কেন ?আমারে আজও চিনলেন না ?
জাতির চাচা : আচ্ছা হাসু তুই কি সত্যিই নামায পড়স ?
হাসিনা : কন কি চাচা ! এই শীতের দিনে নামায পড়ুম ! নাহ জীবনের মাঝে আবার ধর্ম টানো ক্যা ?
জাতির চাচা : আহা ভাইস্তী তুই বুঝলিনা । আমার ভাইয়ের মতোই তোর অবস্থা হইবো । এইডা তুই বুঝস না ।
হাসিনা : আরে চাচা কও কি ? মাথা কাটলে গাছ বাঁচে ?
জাতির চাচা : বাঁচে । তবে শক্তি পেতে একটু সময় নেয় । একটা নদীকে বাধ দিয়ে রাখলে পানি সাময়িক আটকে থাকে । কিন্তু একসময় বাধ এবং জনপদ ডুবিয়ে দিয়ে যায় । সময়কে তুই আটকিয়ে রাখতে পারবি নে ।
হাসিনা : চাচা ! তুমি তোমার ভাইকেই শুধু চিনো আমাকে চিনো না । আমি কি জিনিস তা দেখিও ।
জাতির চাচা : কতই আর দেখি এই বুড়ো বয়সে । দেখা যাক তোর দৌড় কতোদূর । মুজিব #বাকশাল প্রতিষ্ঠা করেও পার পায় নি আর তুই . . . .
হাসিনা : চাচা ! এ ব্যাপারের তুমি কম বুঝবে । হ্যালো #চাচা আজ রাখি ।#দীপু মনি আর #সাহারা আসার কথা ছিলো ।
জাতির চাচাঃ আচ্ছা হাসু । ৫৭ ধারা কি সবার জন্য ?
হাসিনাঃ আরে চাচা ! তুমি আমার চাচা ! তুমি ছাড়া বাকীরা সবাই এই আওতায় । পরে কথা হবে বাই ।
জাতির চাচা :কস কি ? আমি ছাড়া সব্বাই ! ওকে বাই ।
#জাতির_চাচা
fb.com/jatircaca/
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন