যে ঘটনায় চেন্জ হয় ভাই বোন
লিখেছেন লিখেছেন জাতির চাচা ২১ অক্টোবর, ২০১৩, ০৬:১৮:১৪ সন্ধ্যা
ঘটনা ১
: দোস্ত দেখ দেখ মেয়েটা হেব্বি* । তার পোষাক গুলো দেখ । মনে হচ্ছে তাকে চিবিয়ে খাই ।
রাস্তা দিয়ে একটা মেয়েকে আসতে দেখে রাতুলের উদ্দেশ্য বললো রাহুল ।
: হ্যা দোস্ত মেয়েটা চরম ।
এছাড়া আরও কিছু অশ্লীল আলোচনা চললো মেয়েটাকে ঘিরে ।
প্রতিদিনই দুই বন্ধু ব্রিজে বসে সিগরেট ফুকায় আর মেয়েদের ডির্ষ্ট্রাব করে । দুজনই সমবয়সি এবং ভালো বন্ধু । তবে তারা ভুলেও পর্দানশীল মেয়েদের কিছু বলে না । যারা আধুনীকা হয়ে ঘোরে তাদেরকেই টিজ করে তারা ।
ঘটনা ২
: এই জিনিয়া ! কি হলো ওঠ জলদি । আমার তো হয়ে গেছে । তোর এতো লেট ক্যা ?
: এই তো হয়ে গেছে ভাইয়া । বলে জিন্স এবং টাইট টি শার্ট পরিহিতা রাহুলের বোন জিনিয়া ঘর ছেড়ে বেরুলো ।
রাহুলের একমাত্র বোন জিনিয়াকে নিয়ে আজ ঘুরতে যাবার কথা । এ উদ্দেশ্যই তারা বেরুলো ।
অনেক ঘোরাঘুরি করে পার্কে ঢুকলো । সবদিকে জোড়ায় জোড়ায় দেখে উভয়ই খুব অসস্থিতে পড়লো ।
আরেকটু যেতেই পিছন থেকে বাজখাই গলায় ভেসে আসলো আরে বন্ধুরা দেখনা মেয়েটিকে । কি সুন্দর । পার্কের সব মেয়েকেই হার মানাবে । যেরকম শরীর সে রকম রূপ ।
বাজখাই গলার ছেলেটির সাথে আরও পাঁচজন বসে আছে । তারা বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করলো । অশ্লীল ভাবে ।
নিজের বোনকে এভাবে অপদস্থ করছে দেখে রাগ চেক দিতে পারলো না রাহুল । পিছনে ঘুরে গিয়ে বাজখাই গলার ছেলেটির নাকে দিলো এক ঘুষি । নাক ফেটে রক্ত পড়তেই ৬ জনে রাহুলকে ধরে ফেললো । ছয়জনের হাতে আচ্ছা মতো পিটুনি খেয়ে অবস্থা খারাপ হলো তার ।
কোনমতে বোনকে নিয়ে বাসায় ফিরলো ।
বিশ্রামের পর ছাদে গিয়ে বসলো ।
রেলিং ধরে আকাশের পানে চাইলো এবং দুপুরের ঘটনা স্মরন করলো । রাগে জ্বলে উঠলো রাহুলের মন । রাতুলের কথা মনে হতেই গতকালের কথা ভেসে উঠলো মনে ।
গতকালকে সেই মেয়েটিকে টিজ করেছিল দুজন । কারন ছিলো মেয়েটা খুব শর্ট পোষাক পড়েছিল ।
মনে পড়লো বোনের ড্রেসের কথা । জিন্স আর গেন্জি । যেগুলো সেই মেয়েটির চেয়ে বেশী শর্ট ।
লজ্জিত হলো রাহুল । সে যেখানে অন্যের বোনকে টিজ করে সেখানে অন্যরা কেন তার বোনকে করবে না ? ?যখন তার বোন আরো বেশি খোলামেলা ?
সেদিন থেকে ব্রিজে আর রাহুলকে দেখা গেলো না ।আর জিনিয়াকে দেখা গেলো পর্দানসীন অবস্থায় ।
বিষয়: বিবিধ
২০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন