শাপলা চত্বরে কেউ মরেনি ! ব্যাথিত কাল্পনিক পোস্ট

লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১০:৫৬ সকাল

ক্রিং ক্রিং করে ফোনটি বেজে উঠলো ডিএমপি যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলামের । কানে ধরতেই মাথা নষ্ট হয়ে গেলো । তার আট বছরের ছেলেটি মারা গেছে । পাগলের মতো ছুটে এলেন অফিস থেকে । ভীড় ঠেলে ছেলের লাশের সামনে এলেন । তাকে দেখা মাত্রই ছেলে বলে উঠলো আব্বু আব্বু দেখো আব্বু এরা আমাকে মৃত মনে করে কাফনের কাপড়ে বেধে রেখেছে । আমাকে বাঁচাও আব্বু । মুনিরসাব চিত্‍কার দিয়ে কাফন থেকে ছেলেকে বের করে আনতে চাইলেন কিন্তু লোকজন তাকে সরিয়ে নিলেন । ছেলের খাটিয়া কাধে নিয়ে গোরস্থানে গিয়ে কবরে লাশ নামার পরে আবার ছেলেটি কেদে কেদে বললো আব্বু আব্বু আমি মরি নি । আব্বু আমাকে বাচাও । আব্বু আব্বু । টলে পড়লেন মুনিরুল সাহেব ।

ধীরে ধীরে চোখ মেলে তাকালেন । অতঃপর বিছানায় বসলেন । আবার মনে পড়লো ছেলের কথা গুলো । ছুটে চলে আসলেন নিচে । দেখলেন অনেকগুলো শিশু কাদছে ।সবাই চিত্‍কার দিয়ে বলছে চাচাজান চাচাজান আমাদের আব্বু শাপলা চত্বরে শাহাদাত্‍ বরন করেছেন । অথচ আপনি বলেছেন শাপলায় কেউ মরেনি । চাচাজান , আমাদের জীবিত আব্বুকে ফিরিয়ে দাও । তোমার ছেলের মতোই হয়তোবা আমাদের আব্বুদের জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছে ।

টপ টপ করে পড়া অশ্রুতে গন্ড ভিজে গেল কমিশনারের ।

বিষয়: বিবিধ

১৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File