মাযহাবী ও আহলে হাদীস

লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪৬:৫১ সকাল

ঘটনা ১: একবার আহলে হাদীসের এক ভাই আমাকে বললো মাযহাব মানার কারনে মাযহাবীদের নামায হয় না । তাই দোয়াও কবুল হয় না । আমি তত্‍ক্ষনাত্‍ জবাব দিলাম , তবে আহলে হাদীসরা মুসলমানদের জন্য কেন দোয়া করে না ? করলেও কবুল হয় না কেন ? ভাইটি লা জওয়াব ।

ঘটনা ২ :মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীর মাযহাব কি এবং কেন বই থেকে রেফারেন্স দিয়ে মাযহাবকে মানতেই হবে বলে কথা বলছিল এক ভাই । আমি তাকে বললাম চার ইমাম ছাড়াও আরও মুজতাহিদ ছিল । তাদের তৈরি মাযহাবও ছিল ।কিন্তু তাদের মাযহাবে সকল বিষয়ে পূর্নতা না থাকায় তা মানা যাবে না । কথাটি ঠিক আছে ? ভাইটি বললো , ওলীপুরী সাহেব এটাই বলেছেন । আমি বললাম চার ইমাম বাদে বাকী মুজতাহিদ গন যারা এসব মাজহাবের বাহিরে অন্য অপূর্ন মাযহাব তৈরি করেছিলেন তারা কি মুসলিম নয় ? ভাইটি বললো তারা মুসলিম । আমি বললাম ওলীপুরী হুজুরের দাবি অনুসারে তো অন্য মাযহাবের প্রতিষ্ঠাতারাও মুসলিম নয় । কারন ওলীপুরী সাহেব চার মাযহাব বর্হিভূতদের মুসলিম বলে স্বীকারই করে না । অপরিপূর্ন মাযহাব প্রতিষ্ঠাতারাও তো চার মাযহাব বর্হিভূত ছিল । তারা মুজতাহিদ হয়েও মুসলিম নয় ! ভাইটি লা জওয়াব ।

ভাইরে এসব ঠুনকো বিষয় নিয়ে তর্কে কি লাভ ? যারা মাযহাব মানে তারা মানুন যারা মানে না তাদের মানার দরকার নয় । মেইন সাবজেক্ট বাদ দিয়ে ফোর সাবজেক্ট নিয়ে ফ্যাসাদ করেন না । আমাদের শত্রুরা আমাদের এত দল উপদল দেখবে না । তারা মুসলিম দেখলেই মারবে । তবে কেন এত ফ্যাসাদ সৃষ্টি করো ?

বিষয়: বিবিধ

১৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File