মুসলিম ঐক্যঃ এক তরুনের আর্তি

লিখেছেন লিখেছেন জাতির চাচা ১৫ আগস্ট, ২০১৩, ০৭:৫৩:২৩ সন্ধ্যা

মুসলিম ঐক্যঃ এক তরুনের আর্তি

আসসালামু আলাইকুম । হে মুসলমান আর কতো মার খাবে ? কখনো কি ভেবেছ মার কেন খাচ্ছ ? হে ইসলামী দল কেন নিশ্চুপ আছ ? কখনো কি ভেবেছ তোমাদের নিশ্চুপতা আমাদের ভবিষ্যত জীবনকে অন্ধকারে ঠেলে দিচ্ছে ? কেন নেই সংকট নিরাসনে উদ্দেগ ? জাতির সৈনিক হিসাবে সকল ইসলামী নেতার কাছে প্রশ্ন এটি ।

কেন এতো বিভেদ ? একটা জাতি হাজারো দলে উপদলে বিভক্ত । কেউ কাউকে দেখতে পারে না । সবাই হক্কের দাবিদার । আমরা কাকে মানবো ? কাকে বিশ্বাস করবো ? আমাদের জীবন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে তোমাদের কি লাভ ? হে ইসলামপন্থি নেতারা আপনাদের কাছে প্রশ্ন ইহুদী খ্রীষ্ট্রান দুটি আলাদা জাতি হয়েও ঐক্য করতে পারলে আমরা এক জাতি কেন পারছি না ? ? কুরআন হাদিস নিয়ে তো বিভেদ নাই ।তবে কেন এতো কাদা ছোড়া ছুড়ি ।

কোরানুল কারিম আল্লাহ পাক বলেছেন "তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃস্টি করনা" (আশ শুরা-১৩).

"আর তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় ভাবে ধারন করো, পরস্পর বিচ্ছিন্ন হয়োনা" (আল ইম্রান-১০৩).

রসুলুল্লাহ (সা) বলেনঃ মুমিন মুমিনের জন্য প্রাচীরের মতো, যার একটা অংশ আরেকটিকে শক্তি ও দৃঢ়তা দান করে' একথা বলে নবি করিম (সা) এক হাতের সব গুলো আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ফাকে রেখে মজবুত করে দেখালেন".

সহীহ বুখারি ও মুসলিম।

অথচ আমরা কি করছি ? কুরআন হাদিসের কিছু অংশ মানছি আর কিছু না মেনে কিভাবে মুসলিম পরিচয় দিচ্ছি ?

জবাব চাই । ।

আমরা ক্লাস ৯ এর ব ই এ ইউনিটি নামের ১টা গল্প পরছিলাম, যেখানে ১ পিতা মৃত্যু সজ্জায় তার ৩ ছেলেকে কিছু লাঠি আনতে বলেন। লাঠি আনা হলে তাদের ১টা করে লাঠি দিলেন ভাঙ্গার জন্য, তারা ভেঙ্গে পেললো। এরপর অনেক গুলো লাঠি ১ সাথে দিলেন, কিন্তু কেউ ই ভাংতে পারলেন না। তখন তিনি তাদেরকে বললেন তোমরা যদি একসাথে থাক তাহলে এ লাঠির মতো কেউ তোমাদের কিছু করতে পারবেনা। আর যদি তোমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাও, তাহলে প্রথম লাঠির মতো তোমরা টিকতেই পারবানা।

কিন্তু বাস্তব কি বলে ? ফিলিস্তিনে মার খাচ্ছি ঐক্যের অভাবে । ইজরাইল হামলা করলে মুসলিমদেরই এক দল খুব খুশি হয় ।

ইরাক আফগান নতুন সংযোজিত মিশরেও দেখেছি এক ইসলামপন্থি সরকারকে টেনে ক্ষমতা থেকে নামাতে আরেক ইসলামপন্থি দলই বেশি কাজ করেছে ।

পাকিস্তানে কি দেখছি ?

বাংলাদেশে কি দেখছি ?

কেন এত অনৈক্য ?

এই কি বীরের জাতি ?

এই কি সালাহউদ্দিনের বংশধর ?

কে জবাব দিবে ?

হে প্রিয় নেতারা ঐক্যের আহবান জানিয়ে তরুন প্রজন্মের মগজ বিকৃত থেকে বাচান ।

নয়তো ইসলাম ধংসে আপনারাই দায়ী থাকবেন ।

আপনারা নিক্ষিপ্ত হবেন আস্তাকুড়ে ।

এখনও সময় আছে । অন্তত্য তরুন সমাজকে বিপথগামী হওয়ার পথ থেকে বাচাতে ঐক্য করুন । সাপোর্ট দিবে জনগন ।

লেখকঃ জাকির হোসাইন

সদস্য ,মুসলিম ইউনিটি টিম

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File