ও ভাই মুসলিম . . . . . . . .পড়ে দেখো

লিখেছেন লিখেছেন জাতির চাচা ১০ আগস্ট, ২০১৩, ১০:৫৪:২৪ সকাল

ও ভাই মুসলিম !

তুমি হানাফী ।

কিংবা শাফেয়ী ।

কিংবা লা মাযহাবী ।

শিয়া কিংবা সুন্নী ।

দেওবন্দি কিংবা অন্য কিছু ।

তুমি খুব গর্ব বোধ করো এগুলোর মধ্যে যেটাকে অনুসরন করো সেটাকে নিয়ে ।

এনিয়ে একে অপরের সাথে ঝগড়া বিবাদ করো ।

কিন্তু একটা জিনিস কি কখনো ভেবেছ ?

ইসলামের শত্রুদের কাছে এসব মূল্যহীন । নাম মুসলিম তাই তাদের কতল করে । কখনো শোনে না তুমি শিয়া না সুন্নী ।মাযহাবী না লা মাযহাবী । শুনে মারে না ।

তুমি মুসলিম তাই মারে ।

তাহলে এসব পরিচয় কি ছলনা নয় ? ?

পরিচয় একটাই সেটা মুসলিম । এ পরিচয়ই আমাদের পরিচয় ।

ইহুদী খ্রীষ্ট্রানেরা আমাদের মাঝে এসব বিভেদ তৈরি করেছে ঠিকই কিন্তু মারার সময় নির্বিচারেই মারছে ।

তবে কেন এসব নিয়ে ঝগড়া করে সময় নষ্ট করবো ? ?

আমরা কি পারি না সব বিভেদ ছুড়ে ফেলে ইস্পাত কঠিন ঐক্য করে কুফফার শক্তির বিরুদ্ধে লড়াই করতে ? ?

ইসলামী নেতারা কি এসব উদ্দ্যেগ নিবে নাকি বারো মাসে তেরোটা করে দল তৈরি করবে ? ?

সময় মতো সাবধান না হলে অচিরেই পৃথিবীর অনেক জায়গা স্পেনের মতো হবো । আবুল কাসেমের মতো গাদ্দারের অভাব নেই মুসলিম সমাজে ।

তবে এই ভেবে কিছুটা জোর ,কিছুটা আনন্দ ,কিছুটা বিজয়ের আশায় মন ভরে উঠেছে যে আমাদের সমাজে শুধু আবুল কাসেম কিংবা আবু আমেরের মতো গাদ্দার নয় হামিদ বিন জোহরা ,সালমান ,মাহমুদ ,আবুল হাসান কিংবা ইউসুফের মতো মর্দে মুজাহিদও তৈরী হচ্ছে ।

ইনশাআল্লাহ শীগ্রই একদল মুজাহিদ ঝাপিয়ে পড়বে ।কুফফার এবং গাদ্দারদের বিরুদ্ধে ।

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File