আমরা কোন পথে যাচ্ছি ! ধংস অনিবার্য

লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৭ আগস্ট, ২০১৩, ০৩:১৯:৩৭ দুপুর

শিক্ষনীয় ও সামাজিক অবস্থার প্রকৃত সমস্যা নিয়ে পোস্ট । (অভিবাবক জন্য বেশী জরুরী)

বিয়ের আগে বাসর নীতিতে সমাজ নেমে গেছে । কোথাও চুপে কোথাও প্রকাশ্যে । কেউ চিহ্নিত পতিতা কেউ বা লুকিত পতিতা । এদের কাছে শারিরিক রিলেশন জাস্ট ইন্জয় । গতকাল জরিপের ফল বলে ৯৫% ছেলে মেয়ে কুমারত্ব ও কুমারিত্ব হারিয়েছে । এটা বাস্তব সত্য । এক পান্না মাষ্টারের হাতে কয়েক শত গেছে ।পরিমল তো আছেই । সাথে ইমা ও তার তৈরি শত শত কলগার্ল । ১৪ বছরের ঝুমা পযর্ন্ত আগে ডেটিং মেটিং করে দুই সতীনের সংসারে চলে গেছে ।

তারেক ,মিল্কি ,সাগর ,লোপার কাহিনীও ইন্টারেস্টিং । এসব প্রকাশিত ।

এসব ডাইরেক্ট প্রমান সহ ।

তাহলে হিডেন হয়ে থাকা বিষয় গুলো কি ?

আমার পরিচিত এক ছেলে আছে । সর্বশেষ তথ্যমতে ৯২ টা প্রেম করেছে । সেক্সুয়াল রিলেশন করেছে ৯১ টার সাথেই । একবার নয় বহুবার । বয়স মাত্র ২৪ ।

:-P:-P :-P:-P

ব্যাভিচার হইতেছে । সবগুলোই তো ব্যভিচার । যে সমাজে যতো বেশি ব্যাভিচার হয় তার ধংস খুব নিকটে ।

আমেরিকায় ,ব্রিটেনে হয় রাস্তাঘাটে পার্কে ।

আমাদের দেশেও হয় পার্কে এবং চারদেয়ালে ।

পার্থক্য কি ?

ছেলেমেয়ারা কেন নিজেদের কন্ট্রোল করতে পারছে না ?

জবাব একটাইঃ অশ্লীলতা ,পর্নোগ্রাফীতে আজে ছেয়েগেছে সমাজ । ক্লাশ ফোরের বাচ্চার মোবাইলে পর্নোগ্রাফিতে ঠাসা (নিজে চেক করে দেখা)

ধর্ম বিশ্বাস গেছে উঠে । নামে মুসলিম ।

একটা ছেলে এবং একটা মেয়ে যে কতো জনের বেডে গেছে তার হিসাব তারা আর সৃষ্টিকর্তা জানে ।

ছেলের বিয়ের বয়স ২২

মেয়ের ১৮

অথচ এর আগেই ছেলে এবং মেয়ে উভয়েই যৌবনে পর্দাপন করে । সঙ্গে আছে অশ্লীলতা বেহায়াপনা পর্নোগ্রাফী । সামনে তেতুল রাখলে যেমন জিবে পানি আসবেই ঠিক তেমনি কন্ট্রোল করতে না পেরে খুজে নেয় সঙ্গী ।

এই ব্যাভিচারের অন্যতম একটা কারন অভিবাবক (যারা সমাজ দারা প্রভাবিত ।)

ছেলে চাকুরী করবে তারপর বিয়ে । অথাত্‍ পচিশ তিরিশ বছর পর । আরে মিয়ারা এতোদিন তোমার ছেলে কি হিজড়া হয়ে থাকবে ?

না থাকবে না গোপনে ঠিকই খুজে নিবে ।

মেয়ের ক্ষেত্রেও একই অবস্থা ।

এ থেকে বাঁচার একটা উপায় আছে । যেটা সোহাগ আহমেদ একটা নোটে পরিষ্কার করে দিয়েছে ।

ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারছে না অভিবাবক তাকে বিয়ে দিবে । বউ থাকলে কি পড়া হবে না ? বউ বাড়ির মেয়ের মতো থাকবে । ওদিকে ছেলে ছেলের মতো পড়ালেখা চালিয়ে যাবে ।

মেয়ের ক্ষেত্রেও বিয়ে দিয়ে জামায়ের বাড়িতেই পড়ালেখা করতে দিতে হবে ।

লাভ ?

সমাজ ব্যাভিচারের হাত থেকে বাচঁবে ।

আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলামের পথে থাকার তৈফিক দান করেন আমিন ।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File