ক্রুসেডের আধুনিক চেহারা উন্মোচনে জাতির চাচাঃ পর্ব ২ (অতীব গুরুত্বপূর্ন)
লিখেছেন লিখেছেন জাতির চাচা ১৭ জুলাই, ২০১৩, ১১:২০:৫৪ সকাল
ক্রুসেডের আধুনিক চেহারা উন্মোচনে জাতির চাচাঃ পর্ব ২ (অতীব গুরুত্বপূর্ন)
[এই সিরিজটা লেখার সময়ই জোটে না । একা মানুষ হাজারো কাজ । তবুও আজ লিখতে বসেছি । আমার লেখা যদি কোন তরুনের মনকে দোলা দেয় তবেই আমি সফল]
আগের পর্বে লিখেছিলাম ক্রুসেডের সূচনা এবং মিডিয়া আক্রমন । যেটা bdtomorrow.net/blog/ এ জাতির চাচা লিখে সার্চ দিলেই পাওয়া যাবে । এপর্বে লিখবো নতুন কৌশল 'বিভেদ' নিয়ে ।
বিভেদের শ্রেনি বিভাগঃ
শিয়া - সুন্নী
মাযহাবী - লা মাযহাবী
চরমপন্থি - নরমপন্থি
পীরপন্থি - কওমীপন্থি
আধুনিক - গোড়ামী
এই কয়টা মূল বিভেদ মুসলিমদের মাঝে ।
শিয়া সুন্নীঃ
একজন সুন্নী একজন শিয়াকে দুচোখে দেখতে পারে না তেমনি শিয়াও দেখতে পারে না । পাকিস্তান ,ইরাক ,ইরানে শিয়াদের উপর সুন্নী কতৃক বোমা হামলার ঘটনা ঘটেছে বহুবার ।
মাযহাবী লা মাযহাবীঃ
এটা একটা গুরুত্বপূর্ন বিভেদ । প্রত্যেক মতের অনুসারীরা নিজেদের মতকে প্রতিষ্ঠিত করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার পুস্তক রচনা করেছে । যেটা খামাখা বিভেদ ।
চরমপন্থি - নরমপন্থিঃ
এটা একটা বিভেদ । কেউ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে ছাড় দিতে নারাজ । কেউ যাচ্ছে দিন অবস্থার পক্ষে । উভয় পক্ষ নিজেদের যুক্তিকে প্রমান করতে লক্ষ টাকা খরচ করে বই প্রবন্ধ নিবন্ধ লিখে মিল্লাতের ক্ষতি করছে ।
পীরপন্থি - কওমীপন্থিঃ একদল আছে পীরকেই ভাবে একমাত্র সঠিক । পীরের মুরিদ হলেই সব মাফ । মাজারে ছাগল দিয়ে মানত করলেই বেহেশত । একদল কওমী মাদরাসাকেই প্রাধান্য দেয় । এটা মূলত উপমহাদেশেই । এরা নিজেদের ভুলকে সত্য প্রমান করতে লক্ষ লক্ষ বই পুস্তক লিখে ক্ষতি করেছে ।
আধুনিক - গোড়ামীঃ
একটা শ্রেনী আছে শার্ট প্যান্ট কোট টাই পড়ে ইসলাম প্রচার করে । আধুনিকতার ভালো দিক গ্রহন করে । আরেকটা দল পান্জাবি টুপি ছাড়া কাউকে মুসলিম বলতেই নারাজ । এরা আধুনিকতার ভালো দিককেও গ্রহন করে । বাপ দাদা যেরকম করছিল তাই এদের কাছে মূল ।
এই বিভেদে যা ক্ষতি মুসলিমদেরঃ
১। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ ।
২। তরুনদের সংশয়ের মাঝে ফেলে দেওয়া ।
৩। দৃষ্টিকে সংকুচিত করা ।
৪। এক দলের আরেক দলের বিরুদ্ধে জিততে ইহুদি খ্রীষ্ট্রানের সহযোগীতা নেওয়া ।
৫। নামধারী মুসলিমের সংখ্যা বাড়ানো ।
খ্রীষ্ট্রানদের সফল কৌশলঃ
প্রত্যেকটা বিভেদে আধুনিক কৌশলে জয়ী খ্রীষ্ট্রানরা । সুইচ দিলে যেমন ফ্যান ঘুরতে থাকে তেমনি তারা বিভেদের সুইচ দিয়েছে বহু আগে । আজ মুসলিম মিল্লাত শুধু ঘুরছে ।
তাদের লাভঃ
১। সশস্ত্র জিহাদের কথা মুসলিম ভুলে গেছে ।
২। এক্যের পক্ষে একটা কাজ করলে ঐক্য ভাঙতে পাঁচটা কাজ করছে মুসলিম ।
৩। মুসলিমদের শত্রু খ্রীষ্ট্রান একথা মুসলিমরা ভুলে গেছে ।
৪। মুসলিমদের অন্তকলহের সুযোগ নিয়ে সমরশক্তিতে টপে গিয়েছে ।
৫। এতো বিভেদের ভিতর না থেকে এথেকেই দূরে থাকা ভালো এই নীতির প্রচলন ঘটেছে ।
আজ খ্রীষ্ট্রানদের আধুনিক কৌশলের যাতাকলে পিষ্ট মুসলিম মিল্লাত । যতোই দিন যাচ্ছে মুসলিম নামধারীদের সংখ্যা বেড়েই যাচ্ছে । এ যুদ্ধ অঘোষিত । এ যুদ্ধের মোড় নেই । এযুদ্ধ অদৃশ্য যুদ্ধ । এযুদ্ধে নেই কোন গ্রেট সালাদিন । আছে শুধু গাদ্দার । এ ইতিহাস গাদ্দারীর ইতিহাস ।ভয় হয় এ অবস্থা চলতে থাকলে হয়তোবা আমাদের জাতির নামই গাদ্দার হবে । নেই কোন এমন তরুন যে ধংসপতিত এই জাতিকে টেনে তুলবে ? ? নেই কোন এমন তরুন যার ঈমানী চেতনা হবে সালাহউদ্দিনের মতো ? ? নেই কোন এমন তরুন যে ফিরিয়ে আনবে হারানো ঐতিহ্য ??
হে তরুন আজ তোমার অপেক্ষায় অসহায় মুসলিম জাতি । আসো শীগ্রই আসো । তোলো আমাদেরকে ।
নেক্সট পর্ব 'অপবাদ নিয়ে' । চোখ রাখুন fb.com/jatircaca র ওয়ালে ।
বিষয়: আন্তর্জাতিক
১৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন