তামিমের বিয়েতে না যাওয়ার কারন

লিখেছেন লিখেছেন জাতির চাচা ২৪ জুন, ২০১৩, ০৬:৪৪:৩৭ সকাল

তামিমের বিয়েতে যাইনি বলে খুব রাগ করছে বেচারা । বেচারীটা আরও বেশি ।

কিছুক্ষন আগে মেসেজ দিছে ।

সুপ্রিয় জাতির চাচা ,

এইটা কি করলেন ? আমরা ধারনাই করিনি আপনি আসবেন না । গাড়ি পাঠাতে চাইলাম নিষেধ করলেন । আসলে আমি কি অপরাধ করেছি যে আমার বিয়েতে আপনি আসলেন না ?আমাকে খুলে বলুন প্লীজ ।

ইতি আপনার ভাইস্তা

তামিম ইকবাল

রিপ্লাই দিলাম

প্রিয় ভাইস্তা ,

বাছা , তুমি যে অপরাধ করেছ সেটা সবাই করে থাকে । যখন শুনলাম তোমার বিয়ের খরচ আড়াই কোটি তখন যাওয়া সমিচীন মনে করলাম না । আমার মন ছুটে গেল ফিলিস্তিনি কোন গ্রামে ,আফগানে ,কাশ্মীরে ,চেচনিয়ায় । যেখানে তোমার আমার বোন না খেয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছে । টাকার জন্য তোমার ভাই পাথর ভাঙছে ।মন ছুটে গেল সেই অসহায় মুসলিমদের কাছে । তাদের কাছে আড়াই কোটি টাকা মানে সাত রাজার ধন । একটা গ্রামে এই টাকা দিলে তারা কয়েক বছর অভাব ছাড়া থাকতে পারবে । এত টাকা খরচ না করলে বুঝি তোমার সম্মান কমতো ? না তুমি মডেল হয়ে থাকতে ধনীর দুলাল দের কাছে । না যাওয়ার মূল কারন এটাই ।আমি হয়তোবা পেট পুরে ভাল খাবার খাব কিন্তু আমার আসহায় ভাইয়েরা ? একারনেই আমি যেতে পারিনি । মনে কিছু নিও না । বৌমাকে শুভেচ্ছা জানাইও ।আর আমার জন্য দোয়া করো ।

ইতি তোমারই

জাতির চাচা

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File