ভন্ডপীরের মুখোশ উন্মোচনে জাতির চাচাঃ পর্ব ৪ (আটরশি বা জাকের পার্টি)

লিখেছেন লিখেছেন জাতির চাচা ১২ জুন, ২০১৩, ০৬:১৪:০৯ সন্ধ্যা

ভন্ডপীরের মুখোশ উন্মোচনে জাতির চাচাঃ পর্ব ৪ (আটরশি বা জাকের পার্টি)

মাজার ব্যবসায় সবচেয়ে বড় পীর ছিলেন আটরশির কেবলা হুজুর । আটরশির মাজারই সবচেয়ে বড় আয়াতনের মাজার ।

আটরশির কিছু আকীদাঃ

* পরকালে মুক্তির জন্য

ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি নয়!

* মুসলমান,

হিন্দু, খৃষ্টান, বৌদ্ধগণ নিজ নিজ ধর্মের

আলোকেই সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের

চেষ্টা করতে পারে। এবং তাহলেই কেবল

বিশ্বে শান্তি আসতে পারে।-সূত্র: আটরশীর

কাফেলা, সংকলনে মাহফুযুল হক, পৃষ্ঠা-৮৯,

সংস্করণ-১৯৮৪

আটরশি পীর বলেন, আমার পীর শাহ্ এনায়েতপুরী মৃত্যুকালে আমাকে

বলেছিলেন, “বাবা তোর ভালো, মন্দ উভয়টিই আমার হাতে রইল”।

(সূত্র: নসীহত খ: ৩ পৃ:১১১)

* আটরশির আকীদা পীর পরকালে মুরিদদের মুক্তির ব্যবস্থা করতে সক্ষম।

* আটরশির উক্তি: পীর দুনিয়াতে সব ধরনের বিপদ-আপদথেকে মুরিদকে রক্ষা করতে সক্ষম।

* উরস সম্পর্কে বাড়াবাড়ি তাদের অন্যতম ভ্রান্তি। আটরশি সাহেব এনায়েতপুরীর উদ্বৃতি দিয়ে বলেন, “উরস শরীফ কাযা করলে পরবর্তী এক বছরের জন্য বহু দুর্ভোগ পোহাতে হবে, উন্নতির পথ বন্ধহয়ে যাবে”। অথচ উরস সহীহ হাদীস দ্বারা নাজায়েয ও হারাম বলে সাব্যস্ত। ইসলামে এসবের কোনো ভিত্তি নেই ।

* উরসের সময় অত্যাধুনিক কারের দীর্ঘ সারি থেকে অর্থ বোঝাই ব্রিফকেস নিয়ে পালা করে রাখা হয় একটি রুমে ।

* বক্তব্যের সময় জলচৌকির উপর রাখা পীরের পায়ে মুখ লাগিয়ে চুমু দিয়ে পীরকে সন্তুষ্ট করে মুরিদরা ।

* বাংলাদেশে সবচেয়ে বড় স্পিনিং মিলের মালিক আটরশিরপীর সাহেব। আটরশির পীরের এত ধনী হওয়ার পেছনে আয়ের উৎস কী? মুরিদদের দান খয়রাত ছাড়া আর কিছু না। তার সম্পর্কে যাজানি, তিনিও চরম ভোগবাদী জীবনযাপন করতেন।

শেষ বয়সে তার রাজনৈতিক ক্ষমতা পাওয়ার লোভও জেগেছিল। ফলে তৈরি করেন জাকের পার্টি নামে রাজনৈতিকদল। যদিও ভোট না পেয়ে তার সেই ইচ্ছা শেষ হয়ে গিয়েছিল। তার মুরিদরাই তাদের ভোট দেয় নাই।

* জাকের পার্টির সমাবেশে উপস্থিত থাকেন সাজেদার মতো ইসলাম বিশেষগ্গরা ।

তবে যাই হোক পীরজাদাটা অনেক ভালো । এই ব্যাটা দাড়ি টুপি পড়ে ইসলামকে অপমান করতে চায় নি ।

আসলে তাদের মাজারে না গেলে পুরোপুরি অনুধাবন করা কঠিন ।

@@[1:[0:1:অতটা সুন্দর করে না লিখতে পারায় ক্ষমাপ্রার্থী]]

শেয়ার করুন ।

তথ্যসূত্রঃ গুগল ,ফেসবুক ,সামু , বিডিটুডে

হে আল্লাহ আপনি আপনার সত্য পথে আমাদের পরিচালিত করুন । আমিন ।

বিষয়: বিবিধ

৭২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File