মাসুদ রানা সিরিজ এবং কিছু কথাঃ পড়বেন কিন্তু

লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৩ জুন, ২০১৩, ১০:৫৭:২৬ রাত

গতকাল বলেছিলাম মাসুদ রানা সিরিজের ভাওতাবাজি প্রকাশ করবো ।

অনেক বেআক্কেল দূর্গম গিরি ও অপারেশন ইজরাইল বই দুটি পড়ে মাসুদ রানা সিরিজকে ইসলামিক বই ভাবে । আসুন পোস্টমার্টেম কি বলে দেখি।

কোন বইয়ে সেটা মনে নেই । বইয়ের শেষে চিঠিপত্রে একজন লিখেছে কাজীদা ,ব্যাক্তিগত ভাবে আমি মাসুদ রানার কাজকর্ম অনুসরন করলে কেমন হয় ?

কাজীদা বলেছিলেন ,এতে কোন প্রবলেম নেই ।

দেখা যাক প্রবলেমটা কোথায়ঃ

* মেয়েদের ব্যাপারে বা ড্রেস অথবা মেয়েদের শারীরিক কাঠামোর ব্যাপার আনোয়ার হোসন কতৃক লিখিত এই সিরিজ চটি বইয়ের সমকক্ষতা অর্জন করছে । এমনকি চটি পিয়ালও ফেইল খাবে রানা সিরিজের কাছে ।

* প্রত্যেকটা খন্ডে নতুন একটা করে মেয়েকে আনা হয় । এবং বেশির ভাগ ক্ষেত্রে রানার সাথে মেয়েটির শারীরিক সম্পর্ক বনর্না করেছেন লেখক । যেটা তরুন প্রজন্মকে লিভটুগেদারের ব্যাপারে উত্‍সাহিত করবে ।

* অনাকাংক্ষিত ভাবে পুরাতন কারও সাথে দেখা হলে সেখানেও আগের যৌন স্মতির কথা বনর্না করেন এ লেখক ।

* বাংলাদেশকে উপরে তুলতে গিয়ে সিরিজটির বহু যায়গায় ধর্মকে অবমাননা করা হয়েছে যেটা সহজে চোখে পড়বে না ।

* ' মাসুদ রানা ' একটি মুসলিম নাম ব্যাবহার করে লেখক রানাকে দিয়ে আসিফ মহিউদ্দিনের মতো কাজকর্ম করিয়ে নিয়েছেন ।

এককথা সিরিজটি চটি গল্পের বিবর্তিত রুপ বলেই অবিহিত করা যায় ।

এই সিরিজটির কারনে তরুন সমাজে যে প্রভাব কাজ করছেঃ

রানাকে আদর্শ ভেবে বিয়ে ছাড়াই শত শত মেয়ের বেডে যাচ্ছে ।

মেয়ে মানুষ দেখলেই টিজ করার ইচ্ছা জাগছে ।

অশ্লীলতা ছড়িয়ে পড়ছে ।

এছাড়াও হাজারো সমস্যার জন্য দায়ী এ ধরনের সিরিজগুলো । আসুন এদের বয়কট করি ।

আমাদের জন্য ইসলামপন্থিরা তৈরি করেছে আরও দুর্দান্ত সিরিজ ।

আবুল আসাদের সাইমুম সিরিজ । আসাদ বিন হাফিজের ক্রুসেড । তৌহিদুল ইসলাম বাবুর অপারেশন সিরিজ । এছাড়া নসীম হিজাযী ,শফিউদ্দিন সরদার ,আতা সরকার সহ আরও অনেক লেখকে অনেক বই আছে যেগুলো আমাদের মাঝে সুস্থ সংস্কতি প্রবেশ করাতে সহায়াত করবে । অবসরে এসব পড়তে পারেন ।

আল্লাহ আমাদের তার সঠিক পথ চিনার তৌফিক দান করুন ।আমিন ।

বিষয়: বিবিধ

৩০৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286642
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:২২
মুসা বিন মোস্তফা লিখেছেন : পিলাচ
292574
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৯
যা বলতে চাই লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ একটি লেখা লিখেছেন। তবে সমালোচনার ভাষা আরো সতর্কতার সাথে ব্যবহার করা দরকার এবং আলোচনা আরো তাত্ত্বিক ও তথ্যবহুল হতে পারতো। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File