ডাঃ জাকির নায়েক কে নিয়ে মাতামাতিঃ আবুল হাসান শামসাবাদী ও জৈনক ওলীপুরি সাহেব

লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৩ জুন, ২০১৩, ০৬:৫২:৩৪ সন্ধ্যা

ডাঃ জাকির নায়েক ।

কারও কাছে সম্মানিত ব্যাক্তি ।কারও কাছে বিভ্রান্তি সৃষ্টিকারি ব্যাক্তি ।

বাংলাদেশে জাকির নায়েকের পিছনে সবচেয়ে বেশি লেগেছে আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী , কি যেন ওলীপুরি সহ আরও অনেকে । এরা জাকির নায়েকের ভুলভ্রান্তি নিয়ে গবেষনা করতে অনেক সময় ব্যায় করে বড় বড় লেখা লিখেন ।

ত কাহীনাডা হলো আমি জাকির নায়েককে সমর্থন করি । মানি ওই ব্যাডা একডা মানুষ তার ভুল হবেই । যারা তার ভুল ধরেছেন দলিল প্রমানসহ যোগাযোগ করুন আমি আপনাদের ভারতে তার কাছে পাঠামু । চমকায়েন না । জাকির ভাই আপনাগো মারবে না । বই লিখে সময় নষ্ট না করে তাকে সংশোধন করে তাকে দিয়ে মিল্লাতের উপকার করুন ।

আপাতদৃষ্টিতে অনেক লেখক জাকির নায়েকের বিরোধীতা করে টিভি চ্যানেলের জন্য এবং পোষাকের জন্য ।

আমিও জাকির ভাইয়ে বিরোধীতা করি পোষাকের ক্ষেত্রে । লেকচারের টাইমে সুন্নাতি পোষাক পড়াটাই উচিত ।

কিন্তু টিভির ব্যাপারে এদের সাথে একমত না । এদের দাবি টিভি খারাপ জিনিস । এটাতে খারাপ গানবাজনা বাজে ।

আরে বেকুব তোমাদের তো লেখা বন্ধ করে দেওয়া উচিত ।কারন এই কাগজেই খারাপ লেখা লেখে ।

এই ভুলের জন্যই উপমহাদেশে মুসলিমেরা পিছিয়ে পড়েছে । ইংরেজি শেখা হবে না সহ আরও কতো কি !

মুসলিম বিগ্গানীদের তৈরি জিনিস নিয়ে বিজাতীয়রা গবেষনা করে এত জিনিস তৈরি করলো । কিন্তু আমরা কিছুই পারছি না বরং ও থেকে দূরে সরে আসছি ।

ইটের মার ইট দিয়ে দিতে হয় । গুলির মার গুলি দিয়েই । চ্যানালের মার চ্যানাল দিয়েই দিতে হবে । তারা একটা খারাপ চ্যানেল তৈরি করলে তোমরা দুটো করো তবেই জিতবে ।

আধুনিক প্রযুক্তিকে ঠেলে দিয়ে নব্য ক্রসেডের মোকাবিলা সম্ভব নয় ।

যা গে ।জাকির না বিভ্রান্তি সৃষ্টি করছে । ওই খারাপ । কিন্তু ও ইসলামের জন্য যে ভালো কাজগুলো করেছে সেগুলো তোমরা করো । তবে আমরা জাকিরকে বয়কট করে তোমাদের গ্রহন করবো ।

এগের কাজ হইলো নিজেও পারবে না কাহারেও সফল হতেও দিবেনা ।

সাবধান থাকুন । আর মূলের সাথেই থাকুন ।

বিষয়: বিবিধ

১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File