আমরা কেন ব্যর্থ হচ্ছি ? অবশ্যই পড়বেন

লিখেছেন লিখেছেন জাতির চাচা ২৬ মে, ২০১৩, ০৫:০৫:৫৬ বিকাল

জানি এসব লেখা কম লোকই পছন্দ করবে ।তবুও লিখবো । (লাইক কামানোর আশা নেই)

আমরা কেন দূর্বল হচ্ছি ?

যে শিয়া সে সারাদিন সুন্নীর বিরোধীতা করছি , যে সুন্নী সে সারাদিন শিয়ার বিরোধীতা করছি । যে লা মাযহাবী সে সারাদিন মাযহাবীর বিরোধীতা করছি , যে মাযহাবী সে সারাদিন লামাযহাবীর বিরোধীতা করছি । এটা অনেকাংশে ইসলামের বর্তমান আন্তজার্তিক রুপ । যারা অন্য দল তারা আরেক দলের বিরোধীতা করেই দিন পার করছি । এটা বাংলাদেশী রুপ ।

আল্লাহ তায়ালা নামায পড়তে বলেছেন , নামায পড়ছি ।হজ্জ করছি । যাকাত দিচ্ছি ।

আল্লাহ বলেছেন , তোমরা ঐ সব মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না । যারা তাদের দ্বীনে বিভেদ সৃষ্টি করেছে আর নিজেরা বহু দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে । প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট । সূরা রূমঃ ৩১-৩২

কিন্তু আমরা কি করছি ? ? ?

এই প্রশ্ন সকল ইসলামীক দলের নেতার কাছে ।

আল্লাহ সূরা আনফালের ৪৬ নং আয়াতে স্পষ্ট বলেছেন , তোমরা পরস্পরে ঝগড়া ও মতবিরোধ করো না তাহলে তোমাদের শক্তি হারিয়ে ফেলবে ও তোমরা দুর্বল হয়ে যাবে । ।

বিপরীতে আমরা কি করছি ?

ওই তুই জামাত করস তুই মুনাফিক ।

ওই তুই তাবলীগ করস তুই ভন্ড ।

এসব আমাদেরই ডায়ালগ । আমাদেরই কথা ।

কিন্তু কেন এসব হচ্ছে ? কেন আমরা এভাবে নিজেদের ভিতর দ্বন্ধ করছি ? কেন দূর্বল হচ্ছি ?

এসব প্রশ্নের আমার ছোট মনে একটাই জবাব 'আমরা এখন সত্য পন্থি হতে পারি নি ।আমাদের ঈমান মজবুত করতে পারি নি । আমরা প্রকৃত ইসলাম বুঝতে শিখিনি । আমরা সত্যের আহবানে পুরোপরি সাক্ষ্য দিচ্ছি না । আমরা মূল ইসলাম থেকে সরে গেছি ।'

এই জবাব অনেকের গায়ে লাগবে ।কিন্তু আজকের সমাজের দিকে তাকালে এর বাস্তবতা অনুধাবন করতে পারবেন ।

তাই আসুন সত্য সন্ধানী ভাই বোনেরা আমরা সকলে এক হয়ে প্রকৃত সত্যকে অনুসরণ করি ।

আল্লাহ যেনো তার পথে আমাদের কে পরিচালিত করেন ।আমিন ।

আমাকে ফেসবুকে ফলো করুন http://www.facebook.com/jatircaca

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File