পবিত্র কুরআনে হেফাজতের অগ্নিসংযোগের দাবিঃ যুক্তি ও বাস্তবতা । (পোস্টমার্টেম)
লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৮ মে, ২০১৩, ০২:১৬:৩৯ দুপুর
পবিত্র কুরআনে হেফাজতের অগ্নিসংযোগের দাবিঃ যুক্তি ও বাস্তবতা । (পোস্টমার্টেম)
ঘটনা ১:
কোন ব্যাক্তি গাছের যে ডালে বসে আছে সেই ডালই যদি কাটে সে কি বদ্ধ পাগল নয় ? যদি এমন ঘটনা ঘটে তবে ওই ব্যাক্তি জীবন ঘাটলে বহু পাগলামীর খোজ পাওয়া যাবে ।অতএব লোকটা পাগল ।
হেফাজতের কোন নেতাকে কি এমন পাগলামীর সঙ্গে জড়িত থাকার প্রমান দিতে পারবেন কেউ ?
ঘটনা ২:
কুরআন শরিফে হেফাজত আগুন দিবে কিসের আশায় বা লাভে ?
তারা ইসলাম বিরোধী তাই ? তারা কুরআনকে ভালোবাসে না তাই । তারা ভন্ড তাই ?
যদি তাই হয় তবে তাদের এতো প্রানহানী কেন হল ? ? ? ?
ঘটনা ৩:
তারা কি ইহুদীদের দালাল ?
যদি তাই হয় তারা তাদের দালালি প্রকাশ করতে চাইবে নাকি লুকিয়ে রাখতে চাইবে ? বইয়ে আগুন দিলো দোষ তাদেরই হবে একথা কি তারা জানবে না ?
ঘটনা ৪:এতো টিভি পত্রিকার একটা সাংবাদিকও হেফাজত কর্মির আগুন দেওয়ার ছবি তুলতে পারলো না কেন ? ? ?
ঘটনা ৫: যে দক্ষিন গেটে হেফাজত কর্মিরা ঢুকতেই পারেনি ।যেখান থেকে আওমী অফিসের দূরত্ব ১০০গজ সেখানের আগুনে হেফাজতের সম্পৃক্ততা কিভাবে হল ????
ঘটনা ৬: মতিঝিলে নির্বিচারে হত্যার পর কোন দেরি না করেই পরিষ্কার করতে শুরু করে অথচ আগুনের এতো পরে কেন দক্ষিন গেট এলাকার এসব পরিষ্কার করা হচ্ছে ? ? এখান থেকে এটা প্রমানীত নয় এক স্থানে যেন কিছুর চিহ্ন না থাকে আরেক স্থানে সব আলামত অক্ষত রেখে মিডিয়ায় প্রচারের সুবিধা করা ?
ঘটনা ৬: হেফাজতের নেতাদের নির্বিচারে হত্যার পরপরই দিগন্ত টিভি বন্ধ করা কেন হল ?এবং সরন্জাম লুট করা কেন হল ? এটা থেকে প্রমান হয় দিগন্তের কাছে প্রকৃত তথ্য ছিল । কে আগুন দিয়েছে তার ভিডিও ছিল ।
সর্বশেষ কথা বলি , পবিত্র কুরআনের মর্যাদা রক্ষার জন্য হেফাজতের আন্দোলন । তারা কেন কুরআনে আগুন দিবে ?
(ইনকিলাবে দেখুন আগুন কে দিয়েছে সেটা ফাঁস করে দিয়েছে । আগুন দিয়ে যুবলীগের হিন্দু নেতা)
কোন
বিষয়: বিবিধ
২৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন