সংলাপঃ এবং যা দাবি হওয়া উচিত
লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৪ মে, ২০১৩, ০১:৪২:২৮ দুপুর
গতকাল খালেদা জিয়াকে সংলাপ থেকে বিরত থাকার আহবান জানিয়ে ইস্ট্যাটাস দিছিলাম ।জাতির চাচা হয়ে আজ ও সংলাপের বিষয়ে কিছু বলবো ।
যেহেতু শেখ হাসিনা সংলাপের আহবান জানিয়েছে বিরোধীদলীয় নেত্রীকে অতএব বিরোধীদলীয় নেত্রীর শর্তসাপেক্ষে সংলাপে বসা উত্তম ।
শর্তগুলোঃ
১। গনহত্যায় নিহত আহত প্রত্যেক পরিবারকে রাষ্ট্রীয় ভাবে সহযোগীতা ।
২। জনতার উপর হামলাকারী পুলিশ ও ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ।
৩। হেফাজতের ১৩ দফা মেনে নিয়ে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে বাস্তবায়ন ।
৪। ট্রাইবুনাল ভেঙ্গে সাঈদী সহ সকল নেতার রায় প্রত্যাহার ।
৫। যুদ্ধাপরাধের বিচার করতেই যদি হয় তবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পাকীস্তানী ১৯৫ জন সহ দল মত নির্বিশেষে উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা ।
৬। গনহত্যার অভিযোগে বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিচার নিশ্চিত ।
৭। স্বাধীনতা পরবর্তী প্রত্যেক মানবতা বিরোধী কাজের বিচার নিশ্চিত ।
৮। ২৮ শে অক্টোবরের ঘটনার নির্দেশ দাতার দায় নিয়ে শেখ হাসিনার পদত্যাগ এবং স্বেচ্ছায় আদালতে আত্নসমর্পন ।
৯। বিএনপি নেতা ইলিয়াস ,জামায়াত নেতা নজরুল ,শিবির নেতা মাসুম ,ওয়ালিউল্লাহ ,মোকাদ্দাস সহ প্রত্যেক গুমকৃত ব্যাক্তিকে ফিরিয়ে দেওয়া অথবা তাদের কঙ্কাল পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ।
১০। আসিফ মহিউদ্দিন সহ সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং নাস্তিকদের সমূলে ধংস করার ব্যবস্থা গ্রহন ।
১১। আওমী সরকারের পদত্যাগ এবং প্রত্যকদলের দুই সদস্য করে প্রতিনিধির প্রতক্ষ্য ভোটে প্রধানমন্ত্রী নির্বাচন ।
সর্বোপরি দেশের উন্নতির জন্য উপরোক্ত সকল দাবি যদি পিএম মেনে নেয় তবে সংলাপে বসুন ।
[সকল ভাইস্তাদের প্রতিঃ সবাই ইস্ট্যাটাসটি কপি করে বিএনপির কেন্দ্রীয় অফিসিয়াল ওয়েবসাইটে মেসেজ করো ।১০০ জন যদি এই মেসেজটা করে তবে তারা এটা নিয়ে ভাবতে পারে ।]
বিষয়: রাজনীতি
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন