হেফাজতে ইসলামের করনীয়
লিখেছেন লিখেছেন অন্তহীন ০৮ মে, ২০১৩, ০১:৫২:৩৭ দুপুর
গত ৬মের গনহত্যার পর এখন হেফাজতে ইসলামকে বুদ্ধিমত্তার সাথে আন্দোলন সামনে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রন করে যা করতে হবে তা হল-
১.আন্দোলনে কি ভূল ছিল বা কি পদক্ষেপ গ্রহন করলে অধিক ফলপ্রসু হবে।
২.স্থায়ী সমস্যাগুলো দুর করতে হবে। যেমন:অনৈক্য,সার্বজনীন জ্ঞান ও আধূনিক উপায় উপকরন গ্রহনে অনীহা।
৩.ইসলামের প্রতি সহানুভূতিশীল থাকা সত্তেও অনেক সংখ্যক লোক ইসলাম বিদ্বেষীদের খপ্পরে পরে যাচ্ছে, এ ক্ষেত্রে আমাদের কোন অযোগ্যতা আছে কিনা তা ভেবে দেখতে হবে।
**অবশ্য হাজার শহীদের লাশের উপর আবেগ নিয়ন্ত্রন করা কঠিন।
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন