বাংলার ইমাম খোমেনী আল্লামা শফি এখন ঢাকায়: বাধা দিলে সরকার পতন
লিখেছেন লিখেছেন সোজা সাপ্টা কথা ০৩ মে, ২০১৩, ১১:৩৭:২০ রাত
ইসলামী বিপ্লবের সময় দেশে ফিরেন ইমাম খোমেনী
ঢাকায় পৌছেছেন বাংলার ইমাম খোমেনী আল্লাম ছফী [ফাইল ফটো]
শুক্রবার বিকালে বিমানে চট্রগাম থেকে ঢাকা পৌছেছেন বাংলাদেশের এই মুহুর্তের সবচেয়ে আলোচিত ব্যক্তি আল্লাম শফি। হেফাজতে ইসলামের নেতৃত্বে সারা বাংলার আলেমরা যখন ঢাকা অবরোধের প্রস্তুতি শেষ করেছে, আল্লামা শফির ঢাকা আগমন তখন ইরানের ইসলামী বিপ্লবের সিপাহসালার ইমাম খোমেনির দেশে প্রত্যাবর্তনের কথা মনে করিয়ে দেয়।৮ বছর নির্বাসন শেষে ফ্রান্স থেকে ইরান পৌছলে ইমামের নেতৃত্বে ইরানের জনগন অত্যাচারী শাহকে ক্ষমতার মসনদ থেকে নামিয়েছিল।
বাংলাদেশের মুসলমানরা যখন বার্মার মতো অসহায়, আলেমরা যখন কারাগারে বন্দি, মানবতা যখন গুম হয়ে গেছে তখন আল্লামা শফী, ইমাম খোমেনীর মতো জাতির মুক্তির দিক নির্দেশনা দিয়ে যাচেছন।
আক্রান্ত ইসলাম
বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান।কোরান তাদের সবচেয়ে প্রিয় । রাসুল তাদের কাছে সবোর্চ্চ সম্মানিত ব্যক্তি। সে দেশের ধর্মনিরপেক্ষ সরকার সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম বাদ দিয়েছে।সরকার সমর্থকরা রাসুলকে নিয়ে জঘন্য উপহাস করছে।বাংলার মুসলমানরা এটা মেনে নিতে পারে না।
রাজপথে নামলে গুলি
বার বার শান্তিপুর্ন সমাবেশের মাধ্যমে সরকারকে হুশিয়ার করেছে জনতা।সরকার জনগনের কথায় কান না দিয়ে নাস্তিকদের আশকারা দিয়ে যাচেছ।আজ রাস্তায় নামলে পুলিশ প্রকাশ্যে গুলি করে।মসজিদের সামনে গোয়েন্দা ঘুরে।আলেমদের নামে ফাসির আদেশ হয়।
আমরা কি এ বাংলাদেশ চেয়েছিলাম।
তাই সকল গণহত্যা বন্ধে, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে, ইসলাম অবমাননা বন্ধে জনতা ঢাকায় আসছে।সরকার যদি নির্ধারিত সময় ক্ষমতায় থাকতে চায় তাহলে জনগনের দাবী মেনে নিতে হবে।
সুন্নতি লাঠি প্রস্তুত হচেছ
আর যদি ইরানের শাহের মতো জনগনের উপর পুলিশ-রাব লেলিয়ে দেয় তবে হাজী শরীয়তুল্লাহর বংশধররা সুন্নতি লাঠি দিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে।যদি কোন লাশ পড়ে তবে সরকারের পতন না হওয়া পযর্ন্ত জনতা ঘরে ফিরবে না।হয় শাহাদাত নয় বিজয়।
দাবী না মানলে দিল্লী
সরকারের পায়ের তলায় মাটি নেই।অত্যাচারী সরকার আজ সংলাপের প্রস্তাব দিচেছ।জনগন মুনাফিকদের ছলছাতুরী বুঝে ফেলেছে।ধানাই পানাইয়ে কাজ হবে না।সকল রাজবন্দীদের মুক্তি দিয়ে ১৩ দফা মেনে নিলে অবরোধ তুলে নেয়া হবে। নতুবা দিল্লিতে যাওয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত করতে হবে।
ইরানের বিপ্লবে রাজপথে জনতা
বাংলার বিপ্লবের শুরু, রাজপথে জাগছে জনতা
বিষয়: বিবিধ
২২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন