###এই কান্ড জ্ঞানহীন মন্ত্রীর পদত্যাগ চাই ###

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৫:৪৫ দুপুর

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুর মুহিত ভ্যাট বিরোধী আন্দোলনের বিরুদ্ধে অনেক কোথায় বলেছেন।




আসুন আবুল মালের কালকের কথাগুলো আজ একটু বিশ্লেষণ করি।

আবুল মাল কাল প্রথমেই বলেছেন,তিনি নাকি ভ্যাট প্রত্যাহারের কোন কারন দেখেন না।তার মানে এই ভ্যাটের কারণে পুলিশ ছাত্র-ছাত্রীদের গায়ে হাজার হাজার গুলি চালালেও তিনি কোন ক্রমেই ভ্যাট প্রত্যাহার করবেন না।



তিনি এ কথাও বলেছেন,তিনি ২৮টি বিশ্ববিদ্যালয়ের কাগজ পত্র ঘেটে বের করেছেন পাইভেট ভার্সিটিতে যারা পড়ে তাদের দৈনিক হাত খরচই নাকি ১০০০/- টাকা।এখানে আমার প্রশ্ন একজন স্টুডেন্টের দৈনিক হাতখরচের হিসেব কি করে ভার্সিটি তার কাগজ পত্রে লিপিবদ্ধ করে রাখে।



শেষ-মেষ মন্ত্রী মহাশয় বললেন,তিনি নাকি ঐ ১০০০/- টাকার উপর ৭.৫% ভ্যাট আরোপ করে হিসেব করে দেখেছেন,১০০০ টাকায় নাকি ৭৫০ টাকা ভ্যাট হয়।এবার আমার কথা ভ্যাট তো প্রথমে আরোপ করলো আমাদের শিক্ষাক্ষেত্রে,এবার আবার তিনি আমাদের হাত খরচের উপর ভ্যাট আরোপের কথা বলেন কেন?

এরপর তিনি ৭.৫% হারে কোন অংকের হিসেবে ১০০০ টাকায় ৭৫০ টাকা ভ্যাট বের করলেন?



এবার তিনি ছাত্র আন্দোলন থামানোর জন্য বললেন,ভ্যাট শিক্ষার্থীরা দিবে না,ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।যায় অর্থ দ্বারায় দুধ দিবে গোয়ালী,গরু কিংবা মহিষ নয়।



শেষে এসে তিনি বললেন,তিনি যে রাজস্ব বাড়াছেন তার সুফল নাকি পুরা দেশ পাচ্ছে, কোন জনগোষ্টী নয়।

হ্যাঁ সুফল তো পাচ্ছিই!!!আগে যে চাউল ৩০ টাকা দিয়ে কেনা হত আজ সে চাউল ৫০ টাকা দিয়ে কিনি।সমস্ত বিশ্বে যখন গ্যাস বিদ্যুৎ এর দাম কমছে সেখানে আমাদের ক্ষেত্রে দাম বাড়ছে।আর মন্ত্রী মহাশয়রা তো সরকারী খরচে চলাফেরা করেন তাই তাদের এ সব খোজ না রাখলেও চলে।



শেষে এসে পাইভেট ভার্সিটির ভাইদের একটা কোথায় বলবো,এই অর্থমন্ত্রী কখনই আমাদের শান্তিতে থাকতে দিবে না।যেমনটা ২০১০ সালেও দেয়নি।সুতরাং আমাদের আন্দোলনে এই অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হোক।

বিষয়: বিবিধ

১৬৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341080
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৩
হতভাগা লিখেছেন : কি সব রাবিশ , খবিশ লিখতেছেন
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৬
282499
এ,এস,ওসমান লিখেছেন : যখন শিক্ষার্থীরা শাসন ব্যবস্থার কাছে রাবিশ হয়ে যায় তখন তাদের লেখনি হতে রাবিশ লেখায় বের হয়।
341086
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কিছুই করার নেই. পলিটেকনিকের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছিল ব্যাপক মার-ধোর হজম করেও লাভ হয়নি. সেখানে প্রাইভেট ভার্সিটির ছেলে-মেয়েরা কি করবে?
341089
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৫
আবু জান্নাত লিখেছেন : বোঘাস, রাবিশ ও খবিশ মন
341100
১১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভ্যাট উনি নিয়েই ছাড়বেন। তবে ভাত দিবেন না!!
341110
১১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
শেখের পোলা লিখেছেন : সরকারী কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে, অতএব তাদেরওতো বাড়তি টাকার দরকার৷ তাই এ পাঁয়তারা৷ বাংলার জনগনের জন্য আরও অনেক সুফল অপেক্ষা করছে৷ একে একে আসবে৷
341187
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ব্যাট দিয়া ভাঙ্গেন মালের হ্যাট...মাল সব সময়ই টাল থাকেন তাই তার যত খাই খাই...ব্যাক্তিত্বহীন বুইরা...লজ্জা লাগেনা চামড়ায়... অনেক ধন্যবাদ পিলাচ।
341210
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
শুভ কবি লিখেছেন : মাশাল্লাহ
341261
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


নির্ভেজাল বিনোদনে ছবিগুলো সার্থক-
যদিও মূল বিষয়টা কষ্টের

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
341274
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : পুরো সরকারের বিদায় চাই।
১০
341487
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০১
নাবিক লিখেছেন : এই বুইড়ার ডেট তো অনেক আগেই ওভার হয়া গেছে। এখন শুধু পটল তোলার অপেক্ষায়।
১১
342235
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
মাজহারুল ইসলাম লিখেছেন : টোটালি রাবিশ।

এই ভ্যাটম্যানকে জুতা দিয়ে মারলেও পদত্যাগ করবে না। যদিও একটা জুতার মান আওয়ামীলীগের চেয়েও বেশি।
১২
348959
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ছবিগুলো বেশ ভাল লাগল। ধন্যবাদ
১৩
353947
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File