###এই কান্ড জ্ঞানহীন মন্ত্রীর পদত্যাগ চাই ###
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৫:৪৫ দুপুর
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুর মুহিত ভ্যাট বিরোধী আন্দোলনের বিরুদ্ধে অনেক কোথায় বলেছেন।
আসুন আবুল মালের কালকের কথাগুলো আজ একটু বিশ্লেষণ করি।
আবুল মাল কাল প্রথমেই বলেছেন,তিনি নাকি ভ্যাট প্রত্যাহারের কোন কারন দেখেন না।তার মানে এই ভ্যাটের কারণে পুলিশ ছাত্র-ছাত্রীদের গায়ে হাজার হাজার গুলি চালালেও তিনি কোন ক্রমেই ভ্যাট প্রত্যাহার করবেন না।
তিনি এ কথাও বলেছেন,তিনি ২৮টি বিশ্ববিদ্যালয়ের কাগজ পত্র ঘেটে বের করেছেন পাইভেট ভার্সিটিতে যারা পড়ে তাদের দৈনিক হাত খরচই নাকি ১০০০/- টাকা।এখানে আমার প্রশ্ন একজন স্টুডেন্টের দৈনিক হাতখরচের হিসেব কি করে ভার্সিটি তার কাগজ পত্রে লিপিবদ্ধ করে রাখে।
শেষ-মেষ মন্ত্রী মহাশয় বললেন,তিনি নাকি ঐ ১০০০/- টাকার উপর ৭.৫% ভ্যাট আরোপ করে হিসেব করে দেখেছেন,১০০০ টাকায় নাকি ৭৫০ টাকা ভ্যাট হয়।এবার আমার কথা ভ্যাট তো প্রথমে আরোপ করলো আমাদের শিক্ষাক্ষেত্রে,এবার আবার তিনি আমাদের হাত খরচের উপর ভ্যাট আরোপের কথা বলেন কেন?
এরপর তিনি ৭.৫% হারে কোন অংকের হিসেবে ১০০০ টাকায় ৭৫০ টাকা ভ্যাট বের করলেন?
এবার তিনি ছাত্র আন্দোলন থামানোর জন্য বললেন,ভ্যাট শিক্ষার্থীরা দিবে না,ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।যায় অর্থ দ্বারায় দুধ দিবে গোয়ালী,গরু কিংবা মহিষ নয়।
শেষে এসে তিনি বললেন,তিনি যে রাজস্ব বাড়াছেন তার সুফল নাকি পুরা দেশ পাচ্ছে, কোন জনগোষ্টী নয়।
হ্যাঁ সুফল তো পাচ্ছিই!!!আগে যে চাউল ৩০ টাকা দিয়ে কেনা হত আজ সে চাউল ৫০ টাকা দিয়ে কিনি।সমস্ত বিশ্বে যখন গ্যাস বিদ্যুৎ এর দাম কমছে সেখানে আমাদের ক্ষেত্রে দাম বাড়ছে।আর মন্ত্রী মহাশয়রা তো সরকারী খরচে চলাফেরা করেন তাই তাদের এ সব খোজ না রাখলেও চলে।
শেষে এসে পাইভেট ভার্সিটির ভাইদের একটা কোথায় বলবো,এই অর্থমন্ত্রী কখনই আমাদের শান্তিতে থাকতে দিবে না।যেমনটা ২০১০ সালেও দেয়নি।সুতরাং আমাদের আন্দোলনে এই অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হোক।
বিষয়: বিবিধ
১৬৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নির্ভেজাল বিনোদনে ছবিগুলো সার্থক-
যদিও মূল বিষয়টা কষ্টের
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
এই ভ্যাটম্যানকে জুতা দিয়ে মারলেও পদত্যাগ করবে না। যদিও একটা জুতার মান আওয়ামীলীগের চেয়েও বেশি।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন