নো ভ্যাট অন এডুকেশন
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৬:৪৩ রাত
চার্লি চ্যাপলিন এর একটা গল্প পড়েছিলাম।একবার চার্লি চ্যাপলিন এক গৃরস্থের বাড়ি হতে গাধা চুরি করে পালানোর চেষ্টা করছিলো।কিন্তু গাধাটা বোঝতে পেরেছিল তার পিঠের উপরে বসা ব্যাক্তিটি তার গৃহস্ত নয়।তাই গাধাও কোন কথা না লে চুপ করে এক জায়গায় দাড়িয়ে থাকে।যে কারণে চ্যাপলিন একটা বুদ্ধি বের করলো,সে দেখলো গোয়ালের এককোনে কিছু মুলা আছে।সে কিছু মুলা নিয়ে একটা মুলা গাধাকে খাওয়ালো।এরপর সে গাধার পিঠে উঠে আর একটা মুলার তার লাঠিতে বেধে গাধার মাথার উপর দিয়ে তার মুখের সামনে ধরলো।চ্যাপলিন মুলাটা এমন ভাবে ধরেছিল যেন গাধা মুলাটা কখনই নাগাল না পায়।কিন্তু বোকা গাধা মুলা দেখে লোভ সামলাতে না পেরে মুলাকে নাগালে পাওয়ার চেষ্টায় সামনে আগানোর চেষ্টা করতে থাকলো।ফলস্বরূপ, চ্যাপলিন গাঢাকে বোকা বানিয়ে নিজ যাত্রা শুরু করলো।
আজ ভ্যাট বিরোধী আন্দোলন দেখে আমাদের ভ্যাট-ম্যান আবুল মাল এর গলাটা কিছুটা নরম হয়েছে।তা না হলে এত কাল তিনি বলছিলেন,ভ্যাট নাকি শিক্ষার্থীদের দিতে হবে।কিন্তু আজ তিনি বললেন ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ!!!এ যেন চ্যাপলিনের মত গাধার সামনে মুলা ঝুলানো।
এবার আর একটা গল্প শোনায়।
এক টুপি বিক্রেতা ঝুড়ি ভর্তি করে টুপি নিয়ে বের হয়েছে টুপি বিক্রির উদ্দেশ্যে।মাঝ পথে তার দারুণ ঘুম পেল।যে কারণে সে এক বট গাছের নিচে ঝুড়ি রেখে ঘুমিয়ে পড়ে।ঐ বট গাছে অনেক বানর ছিল।যখন টুপি বিক্রেতার ঘুম ভাঙ্গে তখন দেখে তার কোন টুপি ঝুড়িতে নায়।সে আরও দেখে গাছের ডালেতে বানরেরা তার বানানো টুপি মাথায় দিয়ে বসে আছে।টুপি বিক্রেতা অনেক চেষ্টা করলো কিন্তু সে ব্যার্থ হল।তখন সে চিন্তা করলো, এরকম ঘটনা তো তার দাদার সাথেও ঘটে ছিল।তাই সে অনেক খুশী মনে তার দাদা পর্দ্ধতি ফলো করে সে তার টুপি ঝুড়ির মর্ধ্যে ফেলে দিল আর অপেক্ষায় থাকলো কখন বানর গুলো তাঁকে ফলো করে।কিন্তু সে অবাক হয়ে দেখে বানর গুলো নির্বাক হয়ে তাঁকে দেখছে।কিছুক্ষণ পর বানর গুলো এক জায়গায় হয়ে বৈঠক শুরু করে দিল।টুপি বিক্রেতা কৌতহলী দৃষ্টিতে চেয়ে থাকলো।হঠাৎ বানর গুলো বৈঠক শেষ করে একটা বয়োঃজষ্ট বানর টুপি বিক্রেতার সামনে এগিয়ে এসে এক চড় দিয়ে মানুষের গলায় বলল,"তুই কি ভেবেছিল তোর দাদাই শুধু তোকে শিক্ষা দিয়েছে? আমাদের দাদা দেয় নি?
জনাব আবুল মাল,
আপনি আজ আমাদের গাধা মনে করে মুলা দেখানোর চেষ্টা করেছেন কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি এ কাজ আরও অনেক জায়গায় করেছেন।সুতরাং আমরা ইতিহাস হতে শিক্ষা নিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ভ্যাট দেওয়া আর পরোক্ষভাবে আমাদের উপর ভ্যাট চাপানো একই কথা।আর আপনি কোন ২৮ টি পাইভেট ভার্সিটির স্টুডেন্টের দেখলেন,যাদের দৈনিক হাতখরচই ১০০০/- ???আপনার এই সব পাগলামি পাবনা পাগলাগারদে যেয়ে করেন।কোন স্টুডেন্টের দৈনিক হাত খরচ ১০০০/- এটা কোন হিসেবে বের করেন আপনি ?পরিশেষে এ কথা গুলোই বলবো......
#শিক্ষা কোন পণ্য নয়,
ভ্যাট দিয়ে পড়াও নয়।
#শিক্ষার আলো,
মুক্ত ভ্যাটে জ্বালো।
NO Vat On Education.
বিষয়: বিবিধ
১৭৯৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
আবুল মাল বাধ্য হবে ভ্যাট প্রত্যাহার করতে ।
তার দৃষ্টিতে আমরা পাইভেৎ ভার্সিটির স্টুডেন্টরা মানুষই না।টাকা উড়াবার একটা মেশিন মাত্রার আমাদের বাবা মা টাকার মেশিন।
আমার মনে হয় মন্ত্রী মশাইদের ঐসব মুলা না ঝুলিয়ে কাজের কোথায় আসলেই ভাল করবেন।
হায় হায় এত টাকা কি করে তারা এখন জাতির মানচিত্রও খেতে চাই!!!
শিক্ষা জাতির মেরুদণ্ড..... ভ্যাট বসিয়ে মেরুদণ্ড ভেঙে দিতে চায় ওরা.... ধিক্ ধিক্ ধিক্কার।
ধন্যবাদ সময় উপযোগী লেখাটির জন্য।
আপনার পরিবাশিত গল্প পূরণো হলেও নতুনের স্বাদ আছে!
নসীম হিজাজীর "সফেদ জাযিরা" পড়তে অনুরোধ রইল!
জাযাকাল্লাহ
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ওদের বিদায়ের অপেক্ষায় পুরো জাতি।
মন্তব্য করতে লগইন করুন