মাননীয় অর্থমন্ত্রী,আমরা আপনার নিকট সত্যিই কৃতজ্ঞ
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ০৮ জুলাই, ২০১৫, ০৮:২৩:৫৬ রাত
মাননীয় অর্থমন্ত্রী
আমরা কৃতজ্ঞ।হ্যাঁ আমরা আপনার নিকট কৃতজ্ঞ কারন আপনার দয়াতেই তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর ১০% ভ্যাট হতে ৭.৫% ভ্যাট হয়েছে। আর এর সাথে প্রমাণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য " শিক্ষা হল পণ্য"
মাননীয় অর্থমন্ত্রী,
আমরা আবারও আপনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি।কারন হলমার্ক বা ডেসটিনি দেশের কোটি কোটি টাকা মেরে দিল কিন্তু আপনারা এখন পর্যন্ত এর সুষ্ট কোন সমাধান আনতে পারলেন না।উপরোন্ত আপনি বললেন, "হলমার্কের চার হাজার কোটি টাকা কিছুই না"।আমাদের মত দেশের জন্য একথা বলা আর সাপের চার পা দেখা প্রায় একই কথা। হলমার্ক যদি দোষ করেও আপনার দৃষ্টিতে শাস্তি না পায় তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কোন কারন ছাড়াই কর আরোপ করার কারণে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকতেই পারি!!!
মাননীয় অর্থমন্ত্রী,
শিক্ষাকে ডিজিটাল করতে যখন শিক্ষামন্ত্রী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব তুলে দেওয়ার চিন্তা করছেন। ঠিক তখনই আপনি আমাদের উপর কর আরোপ করে বিশ্বকে জানিয়ে দিলেন, বাংলাদেশ নামে একটা দেশ আছে যেখানে শিক্ষা গ্রহণের জন্য ভ্যাট দিতে হয়।সত্যিই মহাদয় আমরা আপনার উপর অনেক কৃতজ্ঞ। আপনার কর্মের ফলেই তো বিশ্ব বাংলাদেশকে অন্য ভাবে জানছে!!!
বিষয়: বিবিধ
১৬২১ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেমন নাম তেমনই তার কর্ম ওনার পাগলটাইপের লোকের জন্য দেশের শেয়ার বাজার বাজিকররা দখলে নিতে পেরেছিলো। এবং লুটপাট করে সব হজম করে পেলেছে....!
আল্লাহ যেন তার বিচার করেন।
এই আবুল মালের কারণে দেশের বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে।
যা অবস্থা চুল না গজানো পর্যন্ত তিনি টাকা চায়তেয় থাকবেন আর আমাদের পাছায় বারি মারতেই থাকবেন।
এর চেয়ে ভালো বিদেশে গিয়ে পড়ালেখা করা খরচ একই হবে
নাকি লোকের মুখে শুনি বিদেশে পড়া আর দেশে পড়ার খরচ এক!!!
জার্মানিতে টিউশন ফি ফ্রি। আমার এক ফ্রেন্ড দেশ হতে পড়তে গিয়েছিল ওখানে।পরে দেখে মাসে নাকি থাকা খাওয়াতেই দেশের টাকার ৫০-৬০ হাজার লাগে নাকি।পরে ১০ মাস থেকে চলে এসেছে।
তো ভাই ঐ একজনটা কে? : : : :
লক্ষণ তো ভাল লাগছে আমার : : :
শেয়ার বাজার কেলেংকারী নিয়ে যে রিপোর্ট দাখিল করা হয়েছিল সেটাতে ''এমন কারও নাম আছে যা প্রকাশ করলে সমস্যা হতে পারে '' - এরকম কথা বলে উনি লগ্নিকারকদের অফ করে দিয়েছিলেন ।
বাস্তবেই যে আমাদের মেনে নিতে হয়।
বারে বারে ভ্যাট চায়"
মন্তব্য করতে লগইন করুন