বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ নিয়ে মোজোর অশ্লীল বিজ্ঞাপন
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ০৩ জুন, ২০১৫, ০৯:৪৩:৩১ সকাল
নিজেদের বিবেককে যে কোন বাজারে বিক্রি করে দিচ্ছি তা জানার জন্য হয় তো আবার আমাদের গুগলে সার্চ করে খোজ নিতে হবে।আজ মানুষ সাংস্কৃতির নামে চালাচ্ছে অশ্লীলতা।প্রথমে যখন যাত্রা মঞ্চে অশ্লীলতা আসলো তখন ধর্মপ্রিয় মানুষেরা যাত্রা মঞ্চ ত্যাগ করলো। পরে বাংলা সিনামায় অশ্লীলতা প্রবেশ করলে এবার ভদ্র ফ্যামিলির মানুষ সিনামার হল ত্যাগ করলো। এবার অশ্লীল পরিচালকেরা ভাবলো এভাবে অশ্লীলতা ছড়ানো যাবে না।তাই এবার বাংলা নাটকে অল্প অল্প করে অশ্লীলতা নিয়ে আনতে লাগলো আর টার্গেট করলো তরুণ প্রজন্মকে।যখন দেখছে সমাজ তাদের নাটক ভাল ভাবেই নিচ্ছে তখন তারা বিজ্ঞাপনেও নিয়ে আসতে লাগলো অশ্লীলতা।যার ফলস্বরূপ SMCর কনডমের বিজ্ঞাপনে " শুনলাম,আপনার নিচ তলার পানির টাংকিতে নাকি সমস্যা হয়েছে?"
আবার GM door PVCর বিজ্ঞাপনে এসব অশ্লীলতার আলামত ভাল ভাবেই পাওয়া যাচ্ছে।
বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে ভারতীয়রা মওকা মওকা ভিডিও বানিয়ে ছিল।
এরপর রবির একটা বিজ্ঞাপনে দেখা যায় রুবেল এক হাতে স্টাম নিয়ে বলছে "একই বারে ভাঙ্গা দিমু"।কিন্তু তার হাতে স্টাম নিয়ে ইঙ্গিত করাটা ভাঙ্গা দিমু না অন্য কিছু বোঝাছে তা যারা দেখেছেন তারা ভাল করেই বোঝেছেন।
কিছুদিন পর বাংলাদেশ সফরে ভারতের আগমন উপলক্ষে বাংলাদেশের মোজো ডিংক্স বানালো 'ব্যাম্বু ইজ অন'।
অনেকেই হয় তো ভিডিওটা দেখে মজা পেয়েছেন। কিন্তু একবার ভাবুন তো এই বিজ্ঞাপনটা যখন আপনার সন্তান দেখবে তখন সে এ বিজ্ঞাপন হতে কি শিখবে?
৯২ % মুসলিম দেশে আমরা অসহায়। এখানে অশ্লীলতাকে বাহ বাহ দিই আর ভাল জিনিসকে দুরে সরিয়ে রাখি।
বিষয়: বিবিধ
৫৭১৮ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আমাকে হাতুরি দেখানো কেন?
আমি সবাইকে বলে দিমু
যার অল্পতে গা জ্বলে কিছু দেখলেই গা চুলকায়। যখন নিজের গা চুলকিয়ে শান্তি পায় না তখন অন্যের গা চুলকানোর চেষ্টা করে
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
কোরআন কখনও খারাপ কাজের নির্দেশ দেয় না। আর আপনার মত নাস্তিকের সাথে আমি কখনই কোন বিষয়ে তর্কে জড়িত হতে রাজি না। কারণ আপনাকে হাজার বোঝালেও আপনি নাস্তিক, নাস্তিকই থাকবেন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : যে ধর্মের নবী ফুসলিয়ে পালক পুত্রের বধুর সাথে বচংবচং করে তাদের আবার লজ্জা?আপনার মেয়ে কে বলেন্না- হুরপরীর সুডল গোলাকার বক্ষ।
আপনাকে ধন্যবাদ
হয় তো আপনি বিজ্ঞদের কথা বলে ফেলেছেন
সকালে পোষ্ট করলাম বিকালে হঠাৎ করে দেখি ৯০০ জন ভিউ করেছে এরপর থেকে আর থামছে না
কিছু বোঝার আগেই ক্যামনে কি হল কিছু বুঝতে পারছি না।
তবে এই প্রথম আমার পোষ্টে এত ভিউ দেখে নিজের কাছে দারুণ লাগছে
আসলে ভাই কপাল আর লুঙ্গি কার কখন খুলে যায় বলা মুশকিল
মন্তব্য করতে লগইন করুন