জীবন হতে নেওয়া.................. পর্ব - ২
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ৩০ মে, ২০১৫, ০৭:২২:৫২ সন্ধ্যা
মোজাহিদ ল 'য়ের ছাত্র। সে রশিদ সাহেবের বাসায় লজিং থাকে। মোজাহিদের বাবার জমি- জমা বেশ ভাল থাকলেও ছেলেকে পড়ালেখা করতে দিতে রাজি না। তাই মোজাহিদ বাবার কথা অমান্য করে লেখাপড়া করার উদ্দেশ্যে বের হয়েছিল। কলেজ লাইফ পর্যন্ত বিভিন্ন জায়গার লজিং থেকে থেকে অর্নাস জীবনে এসে লজিং থাকছে রশিদ সাহেবের বাসায়।
শুধু মোজাহিদই রশিদ সাহেবের বাসায় লজিং থাকে না ওর সাথে আরও অনেকেই থাকে। তবে রশিদ সাহেবের বড় ছেলে শহীদ আর ছোট মেয়ে তৃষ্ণাকে মজাহিদই পড়ায়।
১৯৮২ সালের ১১ মার্চ।
রাজশাহী ভার্সিটিতে শিবিরের কতৃক নবীন বরণ। নবীন বরণ উপলক্ষে আজ হেতেম খার সকল শিবির কর্মী রাজশাহী ভার্সিটিতে গেছে।যাওয়ার আগে তারা রশিদ সাহেবকে বলে গেছেন ওদের নাকি ফিরতে দেরি হবে।
সকাল সকালই শিবিরের ছেলেরা রাজশাহী ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে।দুপুর বারটার দিকে রশিদ সাহেব তার মেজ ভাই লতিফ সাহেবের কাছ হতে জানতে পারলেন রাজশাহী ভার্সিটিতে গোন্ডগোল হচ্ছে।শিবিরের নবীন বরনে ছাত্র -মৈত্র,ছাত্রলীগ,ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগ হামলা করেছে।এতে নাকি অনেক ছেলে নিহত ও আহত হয়েছে।খবর শুনার পর হতে রশিদ সাহেব সহ পাড়ার সবাই দুর্চিন্তায় কাটাতে লাগলেন।
বাড়ীর মানুষের দুর্চিন্তা দেখে বাবলি মরা মন নিয়ে বাড়ির ছাদে দাড়িয়ে নীল আকাশ দেখতে থাকে। হঠাৎ সে বাড়ির রাস্তার মুখে তাকালে মুজাহিদকে খুড়িয়ে খুড়িয়ে আসতে দেখতে পায়।
আচমকা বাবলি চিৎকার করে রশিদ সাহেবকে ডাকতে লাগলো।
বিঃ দ্রঃ ঘটনার প্রত্যক্ষ সাক্ষীরা কেউ যদি আমার এই পোষ্ট এ কোন ভুল ত্রুটি দেখে থাকেন তবে ক্ষমা স্বরূপ দেখবেন।
(চলবে)
জীবন হতে নেওয়া.................. পর্ব - ১
বিষয়: বিবিধ
১৪৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপু।
পড়ার আগেই শেষ হয়ে গেলো! আরেকটু লম্বা করে লিখার অনুরোধ রইলো!
জাযাকাল্লাহ!
০ সামনে মনে হয় মুজাহিদ-বাবলির প্রেমোপাখ্যান আসবে
মন্তব্য করতে লগইন করুন